X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

যেভাবে ৫-১০ বছরের নিষেধাজ্ঞা থেকে বেঁচেছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২০, ২০:২১আপডেট : ২৪ জুন ২০২০, ২১:২৩

যেভাবে ৫-১০ বছরের নিষেধাজ্ঞা থেকে বেঁচেছেন সাকিব জুয়াড়ির সঙ্গে যোগাযোগের তথ্য গোপন করার শাস্তি হিসেবে দুই বছর নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। অবশ্য এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা থাকায় আগামী অক্টোবরেই মাঠে ফিরতে পারবেন তিনি। তবে এই শাস্তিটা ৫ থেকে ১০ বছরেরও হতে পারতো! সাকিব নিজেই বিষয়টি জানিয়েছেন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এ ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে দেওয়া সাক্ষাৎকারে। আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে সহায়তা করায় কম শাস্তি পেয়েছেন এই অলরাউন্ডার।

সাকিব আগেই জানিয়েছিলেন, দীপক আগারওয়াল নামের জুয়াড়ির সঙ্গে যোগাযোগের বিয়য়টি তিনি হালকাভাবে নিয়েছিলেন। ভিডিও কলে হর্ষ ভোগলের সঙ্গে আলোচনার সময়ও বললেন একই কথা। তবে শুরু থেকেই আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে সাহায্য করায় বড় শাস্তির হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।

সাকিবের ভাষায়, ‘আমি বিষয়টাকে খুব হালকাভাবে নিয়েছিলাম। যখন আমি দুর্নীতি দমন ইউনিটের লোকজনের সঙ্গে দেখা করলাম এবং বললাম, দেখি তারা সবকিছুই জানে। তাদের আমি সব তথ্য-উপাত্ত দিলাম, তারাও সবকিছু জানতো। সত্যি কথা বলতে এই কারণেই আমাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে, নইলে আমি ৫ বা ১০ বছরের জন্য নিষিদ্ধ হতাম।’

নিজের ভুল বুঝতে পারছেন সাকিব। এই ভুলকে জীবনের বড় শিক্ষা হিসেবে দেখছেন তিনি, ‘আমি মনে করি এটা আমার বাজে একটা ভুল। কারণ আমার অভিজ্ঞতা, আমি যে পরিমাণ আন্তর্জাতিক ম্যাচ খেলেছি এবং আইসিসির দুর্নীতি বিরোধী নিয়ম-নীতি নিয়ে যে পরিমাণ ক্লাস করেছি, তাতে আমার ওই ব্যাপারে রিপোর্ট না করা উচিত হয়নি। এজন্য আমি দুঃখিত। আমি মনে করি এই ধরনের বার্তা বা কল (বুকিদের কাছ থেকে) পেলে তা হালকাভাবে নেওয়া বা এড়িয়ে যাওয়া উচিত নয়। এটা আমার জন্য বড় একটা শিক্ষা।’

সাকিব কয়েক দফা ওই জুয়াড়ির সঙ্গে যোগাযোগ করেছিলেন, যার মধ্যে অন্যতম ২০১৮ সালের জানুয়ারিতে ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজ ও তিন মাস পর আইপিএলে। এতবার যোগাযোগের ব্যাখ্যায় সাকিবের বক্তব্য, “দেখুন, আমরা হাজারও ফোনকল পাই, মেসেজ পাই, কয়টা আর মনে থাকে! একটা উদাহরণ দিতে পারি, ওই লোকটি যখন শেষবার বার্তা পাঠিয়েছিল, আমি জবাব দিয়েছিলাম, ‘স্যরি, কার সঙ্গে কথা বলছি?’ তার মানে, আমার মনেও ছিল না, কার সঙ্গে কথা বলছি। তার সঙ্গে কথা বলেছিলাম ২-৩ বছর আগে। ওই সময় আমি জানতামও না লোকটা কে, তার নম্বরও আমার কাছে ছিল না।”

সাকিবের উপলব্ধি, ‘যাই হোক, তারা যখন (আইসিসি দুর্নীতি দমন ইউনিট) তদন্ত করেছে, এসব তারা জানতো এবং পরিস্থিতি বুঝেছে। তবে সত্যি বলতে, কারও উচিত নয় এসব হালকাভাবে নেওয়া। ওই ধরনের বার্তা বা কল কারও হালকাভাবে নেওয়া বা ওভাবেই ফেলে রাখা উচিত নয়। দুর্নীতি দমন কর্তাদের জানানো উচিত। এই শিক্ষা আমি পেয়েছি, আর এটা বড় শিক্ষা।’

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস