X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ে উইলিয়ামসনের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ২০:১৩আপডেট : ২৮ জুন ২০২০, ২০:১৬

কেন উইলিয়ামসন দিনকে দিন বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হচ্ছে। হু হু করে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বাংলাদেশের এমন অবস্থায় নিউজিল্যান্ডের ক্রিকেট অধিনায়ক কেন উইলিয়ামসন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন কিউই অধিনায়ক। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইউনিসেফের এই দূত বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

নিউজিল্যান্ড করোনাভাইরাস থেকে প্রায় মুক্তই হয়ে গেছে। নিজের দেশের অবস্থা জানাতে গিয়ে উইলিয়ামসন বলেছেন, ‘ যদিও সামনে এখানে কঠিন চ্যালেঞ্জ থাকতে পারে। তারপরও বলবো নিউজিল্যান্ডের দুর্দান্ত অগ্রগতি হয়েছে। দুঃখের বিষয়, অনেক দেশ এখনও করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পায়নি। মহামারি চলাকালীন আমার বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছ থেকে আমি সে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে পারছি।’

এরপরই কিউই অধিনায়ক বাংলাদেশের করোনা পরিস্থিতি তুলে ধরেন, ‘সম্প্রতি জুম অ্যাপের মাধ্যমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে আমার। ওখান থেকে আমি বুঝতে পারি, বাংলাদেশের পরিস্থিতি কতটা কঠিন অবস্থায় আছে। বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জনগণকে মরণব্যাধী এই ভাইরাসের কাছ থেকে দূরে রাখা খুবই কঠিন কাজ।' বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারন করেছে। এর প্রভাবে ক্রিকেটাঙ্গান স্থবির হয়ে আছে। ক্রিকেটাররা বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। গত সপ্তাহের ওই আলাপের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকার পরামর্শ দেন তিনি, 'ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি বিভিন্ন দেশের যাওয়ার সুযোগ পেয়েছি। বিশ্বের নানা প্রান্তের মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। করোনা পরিস্থিতিতে আমি অনেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। তাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ করেছি। তাদের সর্তক থাকার পরামর্শও দিয়েছি।’ 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে