X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্পন্সর না মেলায় পাকিস্তানের জার্সিতে আফ্রিদির ফাউন্ডেশনের লোগো

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২০, ১৬:৫৩আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৬:৫৫

স্পন্সর না মেলায় পাকিস্তানের জার্সিতে আফ্রিদির ফাউন্ডেশনের লোগো করোনাভাইরাস বিরতির পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ খেলার অপেক্ষায় পাকিস্তান। ইতিমধ্যে ইংল্যান্ড পৌঁছে প্রস্তুতি চলছে তাদের। কিন্তু এই সফরের জন্য জার্সি স্পন্সর খুঁজে পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বেশ কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চললেও সমঝোতায় আসতে পারেনি। তাই ইংল্যান্ড সফরে খেলোয়াড়দের জার্সিতে ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’-এর লোগো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

বিষয়টি এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আফ্রিদি নিজেই নিশ্চিত করেছেন তার টুইটারে, ‘আমরা আনন্দিত, পাকিস্তানের জার্সিতে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো শোভা পেতে যাচ্ছে। (পিসিবির প্রধান নির্বাহী) ওয়াসিম খান ও পিসিবিকে ধন্যবাদ তাদের ধারাবাহিক সমর্থনের জন্য। একই সঙ্গে এই সফরে যেন ছেলেরা ভালো করতে পারে, সেজন্য শুভকমনা থাকলো।’

করোনাভাইরাসের প্রভাব পিসিবির স্পন্সরের ওপরেও পড়েছে। চাহিদা অনুযায়ী জার্সি স্পন্সর পায়নি তারা। পিসিবির একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, একটি বহুমুখী বেভারেজ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে নতুন লোগো স্পন্সরশিপের বিষয়ে। কিন্তু সমঝোতায় পৌঁছাতে পারিনি। কারণ পিসিবির বিপণন বিভাগের প্রত্যাশার অনেক নিচে প্রস্তাব করেছে ওই প্রতিষ্ঠানটি।

সূত্রটি জানিয়েছেন, আগের চুক্তির চেয়ে ৩৫ থেকে ৪০ শতাংশ কম অর্থের প্রস্তাব পেয়েছে তারা। তাই জার্সি স্পন্সর ছাড়াই ইংল্যান্ড সফরে গিয়েছে পাকিস্তান। নতুন স্পন্সর না পাওয়ায় আফ্রিদির ফাউন্ডেশনের লোগো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ পাকিস্তানের অনেক সামাজিক কাজে সম্পৃক্ত। বাংলাদেশে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যেও এগিয়ে এসেছে সাবেক এই ক্রিকেটারের ফাউন্ডেশন। অবদান রেখেছে মুশফিকুর রহিমের ব্যাট কিনে। দেশের দুস্থ মানুষের জন্য কিছু করার প্রচেষ্টার অংশ হিসেবে মুশফিক তার ব্যাট নিলামের তুলেছিলেন। তার প্রথম ডাবল সেঞ্চুরি করা ওই ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনে নেয় আফ্রিদি ফাউন্ডেশন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ