X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জামালদের করোনা পরীক্ষা করিয়ে আসতে হবে ক্যাম্পে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২০, ১৭:২২আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৭:৩২

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন (ফাইল ছবি) বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৭ আগস্ট থেকে গাজীপুরের সারা রিসোর্টে শুরু হবে এই প্রস্তুতি পর্ব। তার আগে ব্যক্তিগত উদ্যোগে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে ফুটবলারদের। এরপর ক্যাম্পে যোগ দিয়ে আবারও হবে তাদের পরীক্ষা। আজ (বৃহস্পতিবার) জাতীয় টিমস কমিটির সভা শেষে ক্যাম্প ও প্রস্তুতি নিয়ে তেমনটাই জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে ৮ অক্টোবর দেশের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৩ অক্টোবর কাতার, ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ারা। আপাতত অক্টোবরের দুই সূচি নিয়ই প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। গাজীপুরের প্রাথমিক ক্যাম্পে ৩০ কিংবা আরও বেশি খেলোয়াড়কে ডাকা হতে পারে। তারা সবাই ব্যক্তিগত উদ্যোগে করা পরীক্ষার ফল নিয়ে যোগ দেবেন ক্যাম্পে। এরপর বাফুফের উদ্যোগে আবারও হবে কোভিড-১৯ পরীক্ষা।

করোনাভাইরাসের কারণে লম্বা সময় মাঠের বাইরে কাটানো ফুটবলারদের প্রস্তুতি শুরুর আগে সতর্ক বাফুফে। খেলোয়াড়দের করোনাভাইরাস অবস্থা নিশ্চিত হয়েই তারা ক্যাম্প শুরু করতে চায়। ভার্চ্যুয়াল সভা শেষে টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল বলেছেন, ‘জাতীয় দলের ক্যাম্প গাজীপুরের সারা রিসোর্টে হবে। ক্যাম্পে রিপোর্টিং ডেট থাকবে ৭ আগস্ট থেকে। সব খেলোয়াড়কে ক্যাম্পে যোগ দেওয়ার আগে যার যার অবস্থান থেকে যেকোনও ভালো জায়গা থেকে কোভিড-১৯ টেস্ট করে আসতে হবে। ক্যাম্পে যোগ দেওয়ার পর আবারও মেডিক্যাল কমিটির তত্ত্বাবধানে পরীক্ষা করানো হবে।’

প্রস্তুতি পর্বে খেলোয়াড়দের ৪ থেকে ৫ জনের গ্রুপে বিভক্ত রাখা হবে। এভাবে ১৪ দিন তারা কোচের নির্দেশনা অনুযায়ী গ্রুপভিত্তিক অনুশীলন করবেন। কাজী নাবিল বললেন, ‘খেলোয়াড়দের ছোট ছোট গ্রুপে ভাগ করে দেওয়া হবে। আগামী দুই সপ্তাহ ৪ থেকে ৫ জন করে থাকবে। বিদেশি কোচরা তত্ত্বাবধানে থাকবে। ১৪ দিন শেষে যখন দেখবো স্বাস্থ্যের বিষয়ে কোনও ঝুঁকি নেই, তখন তারা একসঙ্গে হতে পারবে, অনুশীলন করতে পারবে।’

বিদেশি কোচদেরও আইসোলোশনে রাখা হবে বলে জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি, ‘এরই মধ্যে বিদেশি কোচরা চলে আসবেন। তাদেরকেও কোভিড-১৯ পরীক্ষা করতে হবে। প্রয়োজনে আইসোলোশনে থাকতে হবে। দেখা হবে তাদের কোনও স্বাস্থ্যের ঝুঁকি আছে কিনা। রিসোর্টে যা কিছু প্রয়োজন তা ফেডারেশনের পক্ষ থেকে দেখা হচ্ছে।’

বিশ্বকাপ বাছাইয়ে নামার আগে জামালদের প্রস্তুতি ম্যাচ থাকছে কিনা, এমন প্রশ্নে কাজী নাবিলের উত্তর, ‘প্রস্তুতি ম্যাচ হবে কিনা তখন ওই সময় নির্ধারণ হতে পারে। আমরা বাইরে যেতে পারছি কিনা, কোনও দল আসতে পারবে কিনা। কেননা যাওয়া মানে আইসোলোশনের বিষয় আছে। কী হবে, তখন বোঝা যাবে। সিদ্ধান্ত নেওয়া যাবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!