X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসের কোচ পিরলো

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২০, ১০:৪০আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১০:৪০

আন্দ্রেয়া পিরলো। চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় ছাঁটাই করা হয়েছে জুভেন্টাস কোচ মরিসিও সারিকে। তাকে বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন কোচও নিয়োগ দিয়ে ফেলেছে ইতালিয়ান জায়ান্টরা। ইতালিয়ান কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকেই কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জুভেন্টাস।

খুব বেশি দিন হয়নি পিরলোকে বয়স ভিত্তিক দলের কোচ করেছে জুভেন্টাস। তাকে অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে এবার তাকে মূল দলেরই কোচ করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। দুই বছরের চুক্তিতে তিনি দায়িত্ব পালন করবেন ২০২২ সালের জুন পর্যন্ত।

জুভেন্টাস বিবৃতিতে জানিয়েছে, ‘অনেকটা বিশ্বাস থেকেই পিরলোকে দায়িত্ব দেওয়া। নতুন সাফল্যের জন্য বেঞ্চে তার অভিষেক হওয়া থেকে শুরু করে একটি অভিজ্ঞ ও প্রতিভাবান স্কোয়াডকে নেতৃত্ব দিতে যা দরকার, সেসবই তার আছে।’

উল্লেখ্য, পিরলো ক্যারিয়ারের শুরুটা করেছিলেন নিজ শহরের ক্লাব ব্রেসিয়াতে। ক্লাবটিকে ১৯৯৭ সালে সিরি বি জিতিয়েছিলেন। একই বছর তাকে কিনে নেয় ইন্টার মিলান। তার পর এসি মিলান, জুভেন্টাসেও খেলেছেন।

জুভেন্টাসে তার ৪ মৌসুম থাকা অবস্থাতেই চারবার সিরি চ্যাম্পিয়ন হয় তারা। সঙ্গে জেতে ইতালিয়ান কাপ। এরপর সেখান থেকে ২০১৫ সালে পাড়ি দেন বুড়োদের লিগ বলে পরিচিত মেজর লিগ সকারে। সেখানে তিন মৌসুম খেলেছেন নিউ ইয়র্ক সিটি এফসিতে। এরপর ২০১৭ সালে অবসরের ঘোষণা দেন ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!