X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আগামী আসরের আইপিএল নিলাম হবে তো?

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২০, ১৬:২৩আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৬:৩৪

আগামী আসরের আইপিএল নিলাম হবে তো? আগামী বছরের আইপিএলেও করোনার বড় প্রভাব থাকছে। এই বছরের আইপিএল অনুষ্ঠিত হচ্ছে দেরি করে। তাই করোনা পরিস্থিতি মাথায় নিয়েই আগামী আসরের আইপিএল নিলাম বাতিলের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এমন তথ্য জানিয়েছে, দ্য টাইমস অব ইন্ডিয়া।

এর ফলে নিলাম বাতিল হলে ফ্র্যাঞ্চাইজিগুলিতে বর্তমানে যেসব খেলোয়াড় রয়েছে, তাদেরকেই ধরে রাখতে হবে। তবে ইনজুরি বা কেউ খেলতে না চাইলে সেক্ষেত্রে দলে কাউকে নেওয়ার সুযোগ থাকবে।

বিসিসিআইয়ের এমন পরিকল্পনার কারণ আসলে সময় স্বল্পতা। এই বছরের আসরটিই শেষ হবে ১০ নভেম্বর। ফলে আগামী আসর শুরুর মাঝখানে সময় থাকবে সাড়ে ৪ মাস! তার ওপর এই বছরের উইন্ডোকেই আগামী বছরের আসরে রাখতে চায় কর্তৃপক্ষ। ৬০ ম্যাচের জন্য ব্যবহার করতে চায় ৫০ দিনের বেশি। এর উদ্দেশ্যই হচ্ছে এই মৌসুমে তারা যে ক্ষতির মুখোমুখি হচ্ছেন, সেটি পুষিয়ে নেওয়া।

জানা গেছে, বোর্ডের এমন সিদ্ধান্তে একাত্মই হয়ে আছে ফ্র্যাঞ্চাইজিরা। কারণ তারাও ভেবে দেখেছেন, নতুন করে দল গঠন ও আনুষাঙ্গিক বিষয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না।  এক মুখপাত্র একই সুরে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘যেখানে পরিকল্পনা করার মতো যথেষ্ট সময়ই পাওয়া যাচ্ছে না, সেখানে এত বড় নিলাম করে লাভ কী? তবে আগামী আসর যথাময়েই শুরু হবে। তার পরেই এই বিষয়ে ভেবে দেখা যাবে।’

বাস্তব প্রেক্ষাপটও তেমনই কথা বলছে। নিলামের জন্য আর্থিক ভাণ্ডারও সমৃদ্ধ থাকতে হবে, যার জন্য বছরে ব্যয় হয় ৮৫ কোটি রুপি। সঙ্গে ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগেরও ব্যাপার আছে। এসব আয়োজনেই সময় লাগে অনেক।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!