X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সফরে শুধু টেস্টই খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২০, ১৮:২৮আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৮:৪১

শ্রীলঙ্কা সফরে শুধু টেস্টই খেলবে বাংলাদেশ সফর চূড়ান্ত হলো। কবে শ্রীলঙ্কায় যাওয়া হবে, সেটাও জানিয়ে দেওয়া হলো। কিন্তু ঝুলে থাকলো সিরিজের সূচি। কেন সূচি চূড়ান্ত হচ্ছে না ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছিল, শ্রীলঙ্কা সফরে শুধু টেস্ট সিরিজ খেলা হবে নাকি টি-টোয়েন্টিও থাকবে, সেটা ঠিক করতে না পারায় চূড়ান্ত সূচি দিতে পারছে না তারা। অনেক জল্পনা শেষে আজ (মঙ্গলবার) বিসিবি থেকে এসেছে চূড়ান্ত ঘোষণা। শ্রীলঙ্কা সফরে শুধু টেস্টই খেলবে বাংলাদেশ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজের সূচি আছে বাংলাদেশের। গত জুলাইয়ে বাংলাদেশের যাওয়ার কথা থাকলেও করোনার কারণে সিরিজিটি স্থগিত করতে বাধ্য হয় লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এখন আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাচ্ছে লাল বলের সিরিজটি। লম্বা সংস্করণের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি যোগ হওয়ার আলোচনাও ছিল। এমনও গুঞ্জন ছিল, এক টেস্ট কমিয়ে তিন টি-টোয়েন্টি যোগ হতে পারে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে।

টি-টোয়েন্টি সিরিজ নিয়ে যে দুই বোর্ডের আলোচনা হচ্ছিল, বিষয়টি নিশ্চিত করেছিলেন বিবিসির দুই কর্তা প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তবে আজ আকরামই নিশ্চিত করেছেন, সেপ্টেম্বর-অক্টোবরের সফরে থাকছে না কোনও টি-টোয়েন্টি। বিসিবি থেকে টি-টোয়েন্টির প্রস্তাব দেওয়া হলেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড শুধু টেস্ট সিরিজেই সম্মতি দিয়েছে।

শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি থাকছে কিনা, মিরপুরে সংবাদমাধ্যমের করা এমন প্রশ্নে আকরামের উত্তর, ‘না, টি-টোয়েন্টি হচ্ছে না। এটা যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ। আমরা অনুরোধ করেছিলাম। কিন্তু তারা বলছে তাদের এলপিএল আছে।’

এর আগে নিজামউদ্দিন জানিয়েছিলেন, এখনও ফরম্যাট চূড়ান্ত না হওয়াতে সূচি করা যাচ্ছে না। এক ভিডিও বার্তায় বিসিবির প্রধান নির্বাহী বলেছিলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমাদের প্রাথমিক আলোচনা ছিল তিন টেস্টের একটা সিরিজ হবে। এর সঙ্গে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব রয়েছে, যেটা আমরা অভ্যন্তরীণ আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানাবো। সূচি আমরা এখনও চূড়ান্ত করিনি, কোন কোন ফরম্যাটে খেলা হবে, সেটা চূড়ান্ত করে তারিখগুলো ফাইনাল করবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী