X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মারের বিদায়, তৃতীয় রাউন্ডে সেরেনা

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫২

দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে। ছবি: এটিপি ট্যুর দেড় বছরেরও বেশি সময় পর কোনও গ্র্যান্ড স্লামে খেলতে নেমেছিলেন অ্যান্ডি মারে। প্রথম ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে নতুন শুরুর আভাস দিয়েছিলেন তিনি। তবে সেই যাত্রা বেশি দূর এগোলো না, ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন তিনি। মেয়েদের এককে ফেভারিট সেরেনা উইলিয়ামস অবশ্য নিশ্চিত করেছেন তৃতীয় রাউন্ড।

২০১৯ সালের জানুয়ারিতে নিতম্বে অস্ত্রোপচার করাতে হয়েছিল মারেকে। এরপর তার টেনিস ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কারণ মারে নিজেই জানিয়েছিলেন, তার হয়তো আর ফেরা হবে না কোর্টে। তবে পরিশ্রম আর একাগ্রতা দিয়ে আবারও গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় ফিরেছেন লম্বা সময় পর। তবে বেশিদূর যেতে পারেননি। দ্বিতীয় রাউন্ডে ব্রিটিশ তারকা ২-৬, ৩-৬, ৪-৬ গেমে হেরেছেন কানাডার অগার আলিয়াসিমের কাছে।

প্রথম রাউন্ডে অবশ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে জয় পেয়েছিলেন মারে। প্রথম দুই সেট হারলেও ঘুরে দাঁড়ানো জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছিলেন কয়েকগুণ। তবে অস্ত্রোপচার ও লম্বা সময় কোর্টের বাইরে থাকায় আগের সেই অবস্থান আর নেই তার। দ্বিতীয় রাউন্ডে হারের পর নিজে স্বীকারও করে নিয়েছেন তা। বলেছেন, ‘স্বাভাবিত নিতম্ব নিয়েই গ্র্যান্ড স্লাম জেতা কঠিন। আর এখন তো...। (আরেকটি গ্র্যান্ড স্লাম জেতা) খুব কঠিন, তবে আমি চেষ্টা করে যাব।’

মেয়েদের এককে প্রথম সেট সহজে জিতলেও দ্বিতীয় সেটে কঠিন লড়াই করতে হয়েছে সেরেনা উইলিয়ামসকে। অবশ্য তৃতীয় রাউন্ডে উঠতে কোনও অসুবিধা হয়নি। ৬-২, ৬-৪ গেমের জয়ে ইউএস ওপেন জয়ের মিশনে দারুণ ছন্দেই আছেন আমেরিকান তারকা। পরের রাউন্ডে ছয়বারের চ্যাম্পিয়নদের প্রতিদ্বন্দ্বী স্বদেশি স্লোয়ানে স্টিফেনস, যিনি ২০১৭ সালের চ্যাম্পিয়ন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!