X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সেরেনাকে বিদায় করে ফাইনালে আজারেঙ্কা

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩২

ভিক্তোরিয়া আজারেঙ্কা আরেকটি ব্যর্থ অভিযান! মেয়েদের এককের গ্র্যান্ড স্লামের ২৪তম শিরোপার রেকর্ডে ভাগ বসানোর অপেক্ষা আরও বাড়লো সেরেনা উইলিয়ামসের। ইউএস ওপেনে সুবর্ণ সুযোগ থাকলেও আমেরিকান তারকাকে থামতে হলো সেমিফাইনালে। তাকে বিদায় করে ফাইনালে উঠে গেছেন ভিক্তোরিয়া আজারেঙ্কা। শিরোপা জেতার মঞ্চে তার প্রতিদ্বন্দ্বী নাওমি ওসাকা, যিনি হারিয়েছেন আরেক আমেরিকান জেনিফার বার্ডিকে।

বৃহস্পতিবার রাতের সেমিফাইনালে প্রথম সেট জিতেও বিদায় নিয়েছেন সেরেনা। ১-৬, ৬-৩, ৬-৩ গেমে হেরেছেন আজারেঙ্কার কাছে। তৃতীয় সেটের শুরুতে আমেরিকান তারকাকে চিকিৎসকের সাহায্য নিতে হয়েছিল। তখনই আঁচ করা গিয়েছিল, গ্র্যান্ড স্লামের রেকর্ড গড়ার পথটা হয়তো সেমিফাইনালে থেমে যাচ্ছে তার। হলোও সেটা। দু্র্দান্ত প্রত্যার্বতনে ফাইনালে পৌঁছে গেছেন আজারেঙ্কা।

দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী বেলারুশিয়ান তারকা ২০১৩ সালের পর খেলেছেন কোনও গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল। যদিও ইউএস ওপেনে নামার আগে নিজেকে ভালোভাবেই প্রমাণ করে রেখেছিলেন তিনি। ফাইনালে ওঠার পথে টানা ১১ ম্যাচ জেতার সুখস্মৃতি সঙ্গী, যার মধ্যে আছে ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেন জয়ও।

একটা সময় বড় মঞ্চে সেরেনা-আজারেঙ্কার দ্বৈরথ ছিল নিয়মিত দৃশ্য। তবে দুজই মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ায় ২০১৫ সালের উইম্বলডন কোয়ার্টার ফাইনালের পর এবারের সেমিফাইনাল দিয়েই মুখোমুখি হয়েছিলেন প্রথমবার। এতদিন দু্জনের ২২বারের সাক্ষাতে সেরেনার জয় ছিল ১৮টিতে, যার মধ্যে রয়েছে ২০১২ ও ২০১৩ সালের ইউএস ওপেন ফাইনাল। বেলারুশের সাবেক নাম্বার ওয়ানের বিপক্ষে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড নিয়ে এবার কোর্টে নেমেছিলেন সেরেনা। তবে অতীতের দায় মিটিয়ে আমেরিকান তারকাকে বিদায় করে ফাইনালে নাম লিখিয়েছেন আজারেঙ্কা।

অনেক কাঠখড় পুড়িয়ে অবেশেষে আবারও গ্র্যান্ড স্লাম ফাইনালে আজারেঙ্কা। সেমিফাইনাল জয়ের পর ৩১ বছর বয়সী তারকা বলেছেন, ‘কঠিন পথ পেরিয়ে আসতে আমার শক্তি দরকার ছিল। তবে কাজটা মোটেও সহজ ছিল না। আশা করছি, আমার এই পথচলা অনেক মেয়ের স্বপ্নপূরণের ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

ফাইনালে তার জন্য অপেক্ষা করছে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, গত দুই বছরে মেয়েদের টেনিসে আলাদা জায়গা করে নেওয়া ওসাকা। ২০১৮ সালে ইউএস ওপেনের শিরোপা জয়ী ফাইনালে ওঠার পথে ৭-৬ (৭-১), ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন বার্ডিকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী