X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফেড কাপ টেনিস এখন বিলি জিন কিং কাপ

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৫২

বিলি জিন কিং                                   -ছবি:টুইটার সেই ১৯৬৩ সাল থেকে চলে আসা মেয়েদের দলগত টেনিস টুর্নামেন্ট ফেড কাপ পেলো নতুন নাম। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) বৃহস্পতিবার মেয়েদের বিশ্বকাপ টেনিস খ্যাত এই টুর্নামেন্টের নাম করেছে বিলি জিন কিং কাপ।

১৯০০ সালে সূচনার বছর থেকেই পুরুষদের দলগত ‍টেনিস টুর্নামেন্টের নাম ডেভিস কাপ। যেটির নামকরণ হয় যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস খেলোয়াড় ও রাজনীতিক ডুইট ডেভিসের নামে। অথচ ৫৭ বছর ধরে মেয়েদের টুর্নামেন্ট কোনও নারী প্রতিযোগীর নামে হয়নি! ফেড কাপ নামটা আসলে মুছে দেওয়া উচিত ছিল অনেক আগেই। অবশেষে সেটি করা হলো এবং যোগ্যতম নামটিকেই বেছে নেওয়া হলো। একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত মিলিয়ে যিনি ৩৯টি গ্র্যান্ড স্লাম জিতেছেন, খেলোয়াড় হিসেবে সাতবার ফেড কাপ জয়ের পাশাপাশি নন-প্লেয়িং ক্যাপ্টেন হিসেবে জিতেছেন চারবার।

শুধু খেলোয়াড়ি কীর্তি দিয়েই বিলি জিন কিংকে মাপা যাবে না। সারাজীবন সমতার জন্য লড়াই চালিয়ে মেয়েদের টেনিসকে আজকের এই আলোকিত বৃত্তে এনে তুলতে তারই সবচেয়ে বড় অবদান। ১৯৭৩ সালে তার নেতৃত্বেই গড়ে ওঠে মেয়েদের টেনিসের পেশাদার অ্যাসোসিয়েশন ডব্লিউটিএ। একই সালে টেনিসে মেয়েদের সক্ষমতা প্রমানের লড়াইয়ে ৫৫ বছর বয়সী পুরুষ চ্যালেঞ্জার ববি রিগসকে হারিয়ে দেন সরাসরি ৬-৪,৬-৩,৬-৩ গেমে। ইতিহাসে যা পরিচিত হয়ে আছে ‘ব্যাটল অব সেক্সেস’ নামে।

ফেড কাপের নাম বিলি জিন কিং কাপ করে আইটিএফ সভাপতি ডেভিড হ্যাগার্টি বৃহস্পতিবার সংবাদ সংস্থা এপিকে বলেছেন, ‘এটা ছিল দীর্ঘদিনের দাবি। ডেভিস কাপসহ প্রতিটি বড় টুর্নামেন্টের নামকরণ হয়েছে পুরুষদের নামে এবং আমরা তাই মেয়েদের টেনিসের বিশ্বকাপের নামকরণ বিলি জিন কিংয়ের মতো এক মহান মানুষের নামেই করতে চেয়েছি যিনি হয়ে উঠেছেন নারী ক্রীড়াঙ্গনের পরিবর্তনের মুখ।’

৭৬ বছর বয়সী বিলি জিন কিং এমন সম্মান পেয়ে অভিভূত, বলেছেন, ‘আমি এখনও ঘোরের মধ্যে আছি। এটা সত্যিই খুব বড় সম্মান ও দায়িত্ব। কেমন উল্টোপাল্টা লাগছে আমার, এটা বিশাল ও বিস্ময়কর।’

বহু আগেই ফেড কাপ নামটা বদলে এটিকে কোনও নারী খেলোয়াড়ের নামে করার প্রস্তাব আনেন প্রথম বাড কলিন্স। প্রয়াত এই টেনিস সাংবাদিককে স্মরণ করে কিং বলেছেন, ‘তিনি (কলিন্স) বলেছিলেন  (ফেড কাপ) নামটা বিশ্রী। আমি শুনেছিলাম তারা আমার বা ক্রিস এভার্ট বা অন্য কারো নামে করার কথা তুলেছেন।’

করোনাভাইরাসের কারণে বিলি জিন কিং কাপ এ বছর হয়নি। আগামী ২০২১ এর ফাইনালস হবে এপ্রিলে (১৩-১৮), হাঙ্গেরির বুদাপেস্টে।   

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!