X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেসির সঙ্গে শান্তি বজায় রেখেই চলবেন বার্তোমেউ

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:০২

বার্তোমেউ ও মেসি। মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণায় যে ব্যক্তিটি সবচেয়ে বেশি সমালোচিত, তিনি ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তবে পরিস্থিতি শান্ত হওয়ায় এখন বুঝে শুনেই পা ফেলতে চাইছেন বার্সা সভাপতি। তাই এখন আর কোনও ধরনের ঝামেলায় জড়াতে চান না। প্রাণভোমরা মেসির সঙ্গে শান্তি বজায় রেখেই চলার পণ করেছেন বার্তোমেউ।

কাতালান টেলিভিশন চ্যানেল টিভি থ্রি কে দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ বলেছেন, ‘ক্লাব সভাপতি হিসেবে আমি মেসির সঙ্গে কোনও দ্বন্দ্বে জড়াবো না। মেসি আমাদের অধিনায়ক, নেতা। যা হওয়ার হয়ে গেছে। তবে বিশ্বের সেরা খেলোয়াড়কে আমি এভাবে যেতে দিতে পারি না। এই ক্লাবের তাকে খুবই প্রয়োজন। আর সবকিছু ঘরোয়াভাবেই আলোচনার প্রয়োজন আছে। একই সঙ্গে নিজের দল, খেলোয়াড়দেরও সমর্থনের প্রয়োজন।’

মেসি এই মৌসুম থেকে গেলেও বার্তোমেউ এখনও মনে করেন মেসি বার্সেলোনাতেই অবসর নেবেন, ‘আমাদের নিজেদেরই অভিনন্দন জানানো প্রয়োজন এই জন্য যে, মেসি এখনও আমাদের সঙ্গে আছে। সে কোমানের কাজে খুবই মুগ্ধ। সবচেয়ে বেশি ‍গুরুত্বপূর্ণ হলো, মেসি বার্সার জন্যই খেলে। তাই আমরা চাইবো ও যেন বার্সাতেই অবসর নেয়।’

মেসি ইস্যুতে পরিস্থিতি শান্ত হয়ে গেলেও অন্য ইস্যুতে বিপদের মধ্যেই আছেন বার্তোমেউ। বার্সাকে ধ্বংস করে দেওয়ার অভিযোগ তুলে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের জন্য পর্যাপ্ত সইসমেত আবেদন জমা পড়েছে। এখন অনাস্থা ভোট হলে দুই-তৃতীয়াংশ ভোট বার্তোমেউয়ের বিরুদ্ধে পড়লেই বোর্ডসহ তাকে সরে যেতে হবে। এর আগে অনেকেই তাকে পদত্যাগের আহ্বান জানালেও বার্তোমেউ পরিষ্কারভাবেই জানিয়ে দিলেন, ‘এই মুহূর্তে কেউ পদত্যাগের কথা ভাবছে না। আর ক্লাবও থেমে থাকবে না। এত সই জমা পড়ায় বোর্ডও খুব বিস্মিত। তবে আমরা গণতন্ত্র ও ক্লাবের নিয়ম কানুনকেও শ্রদ্ধা করি।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!