X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তিন মাসের মধ্যে লিগ আয়োজনের লক্ষ্য কবিরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:০০

কবিরুল সিকদার                        - সংগৃহীত ছবি ২০১০ সাল থেকে ব্যাডমিন্টন ফেডারেশনের সঙ্গে যুক্ত তিনি। শুরুতে নির্বাহী সদস্য, তারপর হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক। এখন তো সাধারণ সম্পাদকের গুরুদায়িত্বই বর্তালো কবিরুল ইসলাম সিকদারের ওপর। নতুন ঘোষিত অ্যাডহক কমিটিতে আগামী তিন মাসের জন্য সাবেক এই খেলোয়াড়কে সাধারণ সম্পাদক মনোনীত করেছে সরকার।

মনোনীত হয়েই নিজের কর্মপরিকল্পনা ঠিক করে ফেলেছেন কবিরুল ইসলাম। আগামী তিন মাসের মধ্যে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা ও লিগ আয়োজনের দিকে দৃষ্টি তার। ডিসেম্বরে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা হওয়ার কথা। এর পরই লিগ করার চিন্তা কবিরুলের, ‘আমি মাত্র তিন মাসের জন্য দায়িত্ব পেয়েছি। এত অল্প সময়ে কিছু করা কঠিন। তারপরও দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি যদি লিগটা করতে পারি, তাহলে ভালো লাগবে। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাই। আগামীকালই দায়িত্ব নিয়ে সভাপতির সঙ্গে এসব নিয়ে সভায় বসবো।’

২০১৫ সালের পর ব্যাডমিন্টন লিগ আর উডেন ফ্লোরে গড়ায়নি। লিগ খেলার জন্য শাটলাররা হা-পিত্যেশ করলেও আগের কমিটি তা আয়োজন করতে পারেনি। ব্যাডমিন্টনে একটি বড় সমস্যা অভন্ত্যরীণ দ্বন্দ্ব। যদিও নতুন সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমি আগেও কোনও গ্রুপিংয়ের মধ্যে ছিলাম না, সামনেও থাকবো না। ব্যাডমিন্টনের জন্য যা ভালো হবে তাই করবো।’ একসময় কুমিল্লা জেলা দলের হয়ে জাতীয় প্রতিযোগিতায় খেলেছেন কবিরুল। সাবেক খেলোয়াড় হিসেবে এই খেলার প্রতি টান আছে। যদিও আন্তর্জাতিক সাফল্য এই খেলাটিতে কমই আছে। এসএ গেমসে সবচেয়ে বড় লক্ষ্য বেশিরভাগ সময় ব্রোঞ্জে গিয়েই স্থির হয়। নতুন সাধারণ সম্পাদক আশা দেখাচ্ছেন, ‘দেখুন তিনমাসের জন্য দায়িত্ব নিয়ে তো বেশি কিছু করা কঠিন। তবে আমার লক্ষ্য এই সময়ের মধ্যে ভালো কিছু করা। পরে যিনিই আসুন না কেন তিনি যেন খেলাটিকে এগিয়ে নিতে পারেন। আমি নিজেও চাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সাফল্য পাক।’

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা