X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টেস্টের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৯

জনি বেয়ারস্টো করোনাভাইরাস বিরতির পর প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পর টেস্ট খেলেছে তারা পাকিস্তানের বিপক্ষে। লাল বলের দুটো সিরিজেই দলে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটসম্যান জনি ‍বেয়ারস্টোর। এবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) টেস্টের কেন্দ্রীয় চুক্তিও হারালেন তিনি। তবে লাল বলের চুক্তিতে প্রথমবার জায়গা পেয়েছেন ব্যাটসম্যান জ্যাক ক্রলি, ওলি পোপ ও ডম সিবলি।

আজ (বুধবার) ২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ইসিবি। সবমিলিয়ে মোট ২৩ খেলোয়াড় আছেন এবারের চুক্তিতে। ১ অক্টোবর থেকে আগামী ১২ মাস কার্যকর নতুন এই চুক্তি।

যেখানে সবচেয়ে বড় খবর, বেয়ারস্টোর টেস্ট চুক্তি থেকে বাদ পড়া। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তার উপেক্ষিত থাকায় ইঙ্গিত ছিল অনেকটা। টেস্ট থেকে বাদ পড়লেও সাদা বলের ক্রিকেটের চুক্তিতে আছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে ‍নতুন করে লাল বলের ক্রিকেটের চুক্তিতে যুক্ত হয়েছেন ক্রলি, পোপ ও সিবলি।

অলরাউন্ডার টম কারেন ‍যুক্ত হয়েছেন সীমিত ওভার ক্রিকেটের চুক্তিতে। অন্যদিকে লাল-সাদা কোনও চুক্তিতেই নেই জো ডেনলি। আগেরবার সাদা বলের চুক্তিতে ছিলেন এই ব্যাটসম্যান। আগের চুক্তিতে বাইরে থাকা স্পিনার ডম বেস, পেসার ক্রিস জর্ডান ও ব্যাটসম্যান ডেভিড মালান এবার পেয়েছেন ইনক্রিমেন্টাল চুক্তি। এই চুক্তির খেলোয়াড়রা পারফরম্যান্সের মাধ্যমে কেন্দ্রীয় চুক্তিতে ঢোকার সুযোগ পাবেন।

কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় চূড়ান্ত হলেও তাদের বেতন এখনও ঠিক হয়নি। ইসিবি জানিয়েছে, বেতন নিয়ে খেলোয়াড়দের সঙ্গে তাদের আলোচনা চলছে।

লাল ও সাদা বলের চুক্তি: জোফরা আর্চার, জস বাটলার, জো রুট, বেন ‍স্টোকস, ক্রিস ওকস।

লাল বলের চুক্তি: জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রলি, স্যাম কারেন, ওলি পোপ, ডম সিবলি।

সাদা বলের চুক্তি: মঈন আলী, জনি বেয়ারস্টো, টম কারেন, ইয়োন মরগান, আদিল রশিদ, জেসন রয়, মার্ক উড।

ইনক্রিমেন্টাল চুক্তি: ডম বেস, ক্রিস জর্ডান, জ্যাক লেচ, ডেভিড মালান।

পেস বোলিং ডেভেলপমেন্ট চুক্তি: সাকিব মাহমুদ, ক্রেগ ওভারটন, ওলি স্টোন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!