X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জামাল-জীবনদের নতুন ম্যানেজার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ২১:৩৩আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:৩৩

জামাল-জীবনদের নতুন ম্যানেজার! এতদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্যদের দিয়েই জাতীয় দলের ম্যানেজার নিয়োগ করা হচ্ছিল। তবে চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়ে কাজী সালাউদ্দিনের কমিটি নির্বাহী কমিটির বাইরে থেকে ম্যানেজার নিয়োগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে। একজন পেশাদার ম্যানেজার নিয়োগ দেওয়ার পরিকল্পনা তাদের।

আজ (মঙ্গলবার) বাফুফে ভবনে সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আসলে ম্যানেজার ঠিক করবে জাতীয় টিমস কমিটি। ম্যানেজার নিয়ে অনেক রকম আলোচনা হচ্ছে মিডিয়া ও ক্লাবগুলোতে। চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি, আলোচনা চলছে।’

বরবারই সাবেক ফুটবলারদের দেখা গেছে ম্যানেজারের পদে। এবার সেটি পরিবর্তন হতে যাচ্ছে। বাফুফে সভাপতির কথাতে তা পরিষ্কার, ‘আমাদের খুব একটা টেকনিক্যাল ম্যানেজারের দরকার নেই। জাতীয় দল বাছাই করে কোচ। কোচের সঙ্গে ট্রেনারসহ অন্যরা থাকে। কোচই নাম্বার ওয়ান। আগেরবার বাছাই নিয়ে কিছু সমস্যা হয়েছিল। তাতে আমরা ম্যানেজারকে দোষ দিয়েছিলাম। আসলে ম্যানেজার নয়, কোচ বলেছে তিনি নিজেই দল করেছেন। সেই জন্য আমরা চিন্তা করছি, কিছু আলোচনা করেছি। প্রফেশনাল এক্সিকিউটিভ ম্যানেজার রাখবো, টেকনিক্যাল ম্যানেজার নয়। ফাইনাল কিছুই হয়নি। এজন্য টিমস কমিটির মতামত লাগবে।’

নির্বাহী কমিটির বাইরে থেকে ম্যানেজার নিয়োগ দেওয়ার ইচ্ছা সালাউদ্দিনের, ‘বোর্ডের কাউকে তো দরকার পড়ে বলে মনে করি না। আমার ব্যক্তিগত মত এটা। আগের ম্যানেজার (সত্যজিত দাস) রুপু অনেক অভিজ্ঞ। তার চেয়ে অভিজ্ঞ তো কেউ নেই। আমার মনে হয় না বোর্ডের কেউ হবে।’

এবার ইংলিশ কোচ জেমি ডে সাহায্য করার জন্য স্ক্রিনিং কমিটিও গঠন হতে পারে। সালাউদ্দিন জানালেন, ‘বিশ্বব্যাপী কোথায় সিলেকশন কমিটি নেই। ফুটবলে কোচই সবকিছু। হয়তো একটা কমিটি করতে পারি। স্ক্রিনিং কমিটি করতে পারি। যেটাকে সিলেকশন কমিটি বলতে পারেন। তবে ক্যাম্পে যাওয়ার পর কোচই সব নির্ধারণ করবে। তার আগে জাতীয় টিমস কমিটির সঙ্গে আলোচনা করতে হবে।’

বর্তমান কমিটি আগে মাঠে খেলা ফেরাতে চায়। আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে দেশে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ‍ফুটবল। বাফুফে সভাপতি খেলা ফেরানোতেই জোর দিচ্ছেন বেশি, ‘প্রথম দরকার হলো খেলা মাঠে আনা। জিতবো না হারবো? হারলে কী হবে?- অনেকে অনেক কথা বলবে। সেই চিন্তা যদি এখনই করি, তাহলে মাঠে খেলা ফেরানো যাবে না। আমাদের চিন্তা হলো আগে মাঠে খেলা আনতে হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ