X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাকিবের ফেরা তাদেরও ছুঁয়ে যাচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২০, ২০:০২আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২০:০৭

সাকিবের ফেরা তাদেরও ছুঁয়ে যাচ্ছে মাঝে পেরিয়ে গেছে ৪০৮ দিন। গত বছরের ১২ অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সবশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। অবশেষে আসছে সেই মাহেন্দ্রক্ষণ। সাকিব ভক্তদের অপেক্ষার পালা শেষ হচ্ছে মঙ্গলবার বিকেলে। এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জেমকন খুলনার জার্সিতে ২২ গজে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই দিনটিকে সাকিব ও বাংলাদেশের জন্য ‘বড় দিন’ হিসেবে দেখছেন তার জাতীয় দল সতীর্থ তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে একবছর নিষিদ্ধ ছিলেন সাকিব। ২৯ অক্টোবর উঠে গেছে তার নিষেধাজ্ঞা। আর মঙ্গলবার নামবেন প্রথম ম্যাচে। গত কয়দিন ধরে নিজেকে ফিরে পেতে ঘাম ঝরাচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার। অনুশীলনে ফুরফুরে মেজাজে পাওয়া গেছে তাকে। ফেরার প্রস্তুতি পর্বে সর্বোচ্চ চেষ্টাই করেছেন তিনি।

আগামীকাল তামিমের ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে সাকিব-মাহমুদউল্লহরা। আজ (সোমবার) অনুশীলন শুরুর আগে প্রতিপক্ষ অধিনায়ক তামিমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সাকিবের। অনুশীলনের মাঝে দুই-এক মিনিটের আলাপও চলে দুজনের মধ্যে।

সাকিবের জন্য মঙ্গলবারের দিনটি কতটা গুরুত্বপূর্ণ, সেটি বোঝা গেল তামিমের এই কথাতে, ‘আমি নিশ্চিত ওর (সাকিব) জন্য অনেক বড় দিন। কারণ একবছর পর সে মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ, ওর ক্যালিবারের মতো প্লেয়ার ফেরত আসছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে। যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করবো ও যত কম ইমপ্যাক্ট ফেলতে পারে। দিনশেষে আমি খুশি যে ফিরছে, আমি নিশ্চিত সে খুব ভালোভাবেই ফিরবে।’

এদিকে জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহও সাকিবের প্রত্যাবর্তন ম্যাচ নিয়ে দারুণ আশাবাদী, ‘আমি বিশ্বাস করি ও (সাকিব) প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবে। ওর মধ্যে ওই ক্ষুধাও আমি দেখেছি। আমার মনে হয়, সাকিব ভালো করতে খুব উদগ্রীব হয়ে আছে। ’

একই দলের হয়ে খেলতে পেরে মাহমুদউল্লাহ উচ্ছ্বাসটা আরও বেশি, ‘দারুণ অনুভূতি। আমরা সবাই জানি সাকিবের গুরুত্ব কতটুকু, সেটি আন্তর্জাতিক ক্ষেত্রে হোক কিংবা ঘরোয়াতে হোক। সেক্ষেত্রে অবশ্যই আমরা সবাই খুশি ও আবার ক্রিকেটে ফিরছে এবং আমাদের দলের হয়ে খেলছে।’

মুশফিকও মনে করেন, বাংলাদেশের ক্রিকেটের জন্য সাকিবের ফেরাটা অনেক বড় ব্যাপার। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এটা তো অবশ্যই বড় একটা বিষয়। কেবল আমি না পুরো বিশ্ব ক্রিকেটই অপেক্ষা করছে। সাকিব নাম্বার ওয়ান অলরাউন্ডার এবং আমাদের নাম্বার ওয়ান প্লেয়ার।’

সাকিবের কাছ থেকে তরুণ ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন মুশফিক, ‘তরুণ ক্রিকেটার যারা আছেন, তার বিপক্ষে কিংবা তাদের সঙ্গে খেলে অনেক কিছু শিখতে পারবে। আমার মনে হয়, ভবিষ্যতে খুব কাজে দেবে। যেহেতু এবার কোনও বিদেশি খেলোয়াড় নেই, স্থানীয় ক্রিকেটারদের জন্য ভালো সুযোগ তার সঙ্গে শেয়ার করা এবং অনেক কিছু শেখার।

সঙ্গে যোগ করেছেন, ‘আশা করছি সাকিব ভালো খেলবে। আমাদের সঙ্গে ছাড়া যাতে অন্য সবার সঙ্গে ভালো খেলে, সেই কামনা করি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!