X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভারতের বিপক্ষে শুরুটা জয়ে রাঙালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২০, ১৯:৩৮আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২০:১১

জয়ের মোমেন্টাম গড়ে দিয়েছেন স্মিথ ও ফিঞ্চ। প্রায় ৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে অস্ট্রেলিয়ায়। করোনাকালে ফিরেছে দর্শকও। সিডনিতে স্বাগতিক দর্শকদের সামনে এমন মুহূর্তটাকে দাপুটে জয়ে রাঙিয়েছে অ্যারন ফিঞ্চ-স্টিভেন স্মিথরা। তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়েছে ৬৬ রানের ব্যবধানে।
টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুতেই ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। দুই ওপেনারে অজিদের সূচনা ছিল উড়্ন্ত। ওয়ার্নার ৬৯ রান করে সামির বলে ফিরলে আরও বিধ্বংসী রুপে ভারতের সামনে হাজির হয়েছেন স্মিথ।

ফিঞ্চ ১১৪ রান করে ফিরেছেন যখন, তখন অস্ট্রেলিয়ার স্কোর ৪০ ওভারে ২৬৪ রান। এদিন ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান ক্লাবেরও সদস্য হয়েছেন অজি অধিনায়ক। তার বিদায়ের পরও ঝড় অব্যাহত রাখেন স্মিথ। তার সঙ্গে ছোটখাটো ঝড় তুলে সঙ্গী হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৯ বলে ৪৫ রান করে ফিরেছেন ৫টি চার ও ৩ ছক্কা মেরে। এর আগে অবশ্য স্টয়নিস ফিরেছেন শূন্য রানে।

ম্যাক্সওয়েল দ্রুত গতিতে রান তুলে ফিরলেও স্মিথ ছিলেন অপ্রতিরোধ্য। ৬৬ বলে খেলেছেন ১০৫ রানের ইনিংস। ১১টি চার ও ৪টি ছয় মারা স্মিথ ফিরেছেন শেষ ওভারে। তার আগেই অস্ট্রেলিয়ার স্কোরবোর্ড হয়ে দাঁড়ায় রানের পাহাড়! অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে করতে পেরেছে ৩৭৪ রান।  

ভারতের হয়ে ৩টি উইকেট নিয়েছেন সামি। বাকিরা নাম লিখিয়েছেন ব্যয়বহুল ওভারের খাতায়। ১০ ওভার বল করে সর্বোচ্চ ৮৯ রান দিয়েছেন চাহাল। বুমরাহ দিয়েছেন ৭৩ রান।

বিশাল সংগ্রহের বিপরীতে ভারত হিটম্যান রোহিত শর্মার অনুপস্থিতি টের পেয়েছে ঠিকই। ১০১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। সেই ভারত একটা সময় আশার আলো দেখতে পায় হার্দিক পান্ডিয়া ও শিখর ধাওয়ানে ভর করে। এই জুটির কল্যাণে সফরকারীদের স্কোর এক পর্যায়ে দাঁড়ায় ৪ উইকেটে ২২৯ রান। কিন্তু ৩৪.৩ ওভারে অ্যাডাম জাম্পা শিখর ধাওয়ানের উইকেটটি তুলে নিলে সেই সম্ভাবনা ধীরে ধীরে মিইয়ে যেতে শুরু করে। ৮৬ বলে ৭৪ রান করা ধাওয়ানকে স্টার্কের ক্যাচ বানান অজি এই  লেগ স্পিনার। ৩৮.৫ ওভারে বিধ্বংসী পান্ডিয়াকেও সাজঘরে ফেরান তিনি। ৭ চার ও ৪ ছয়ে ৭৬ বলে ৯০ রান করে ফিরেছেন পান্ডিয়া। তার বিদায়েই সব সম্ভাবনার ইতি ঘটে ভারতের। এরপর তারা ৮ উইকেট হারিয়ে করতে পারে ৩০৮ রান। অজিদের হয়ে ৫৪ রানে ৪ উইকেট নেন জাম্পা। ৫৫ রানে তিনটি নিয়েছেন হ্যাজলউড। ম্যাচসেরা হয়েছেন স্মিথ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!