X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘শেখ কামাল বেঁচে থাকলে তরুণদের বিভ্রান্ত হতে দিতেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৬, ২০:৫৪আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ২১:০৫

অধিকাংশ বক্তাই বিশ্বাস করেন, শেখ কামাল বেঁচে থাকলে তরুণদের বিপথে যেতে দিতেন না। তরুণদের নেতা হিসেবে যোগ্য নেতৃত্ব দিতেন তিনি।

নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার আবাহনী লিমিটেড-এর প্রতিষ্ঠাতা শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা।

শুক্রবার বিকেল চারটা থেকে আলোচনা সভা শুরু হয়। তাতে উপস্থিত ছিলেন আবাহনী লিমিটেড-এর চেয়ারম্যান সালমান এফ রহমান, ভারপ্রাপ্ত ডাইরেক্টর–ইন-চার্জ কাজী নাবিল আহমেদ এমপি, কাজী আনিস আহমেদ, কাজী ইনাম আহমেদ, সাখাওয়াত এম. চৌধুরী, শেখ মো. জাহাঙ্গীর আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মীর নিজামউদ্দিন আহমেদ ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস। অধিকাংশ বক্তাই বিশ্বাস করেন, শেখ কামাল বেঁচে থাকলে তরুণদের বিপথে যেতে দিতেন না। তরুণদের নেতা হিসেবে যোগ্য নেতৃত্ব দিতেন তিনি।  

আবাহনী লিমিটেড-এর চেয়ারম্যান সালমান এফ রহমান। সালমান এফ রহমান বলেন, ‘আমরা দু’জন খুব ঘনিষ্ঠ ছিলাম। আমি একবার ব্যবসায়িক কাজে লন্ডন যাচ্ছিলাম। সেখানে যাওয়ার আগে কামালকে বললাম, তোমার জন্য কী আনবো? কামাল আমাকে আবাহনীর জন্য কেডস নিয়ে আসতে বললো। তার মধ্যে কোনও লোভ ছিল না।’  তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে তার জন্মদিন উদযাপন করি, আসলে শোকের মাস বলেই সেভাবে উদযাপন করা সম্ভব হয় না। তবে ক্রীড়া ক্ষেত্রে আবাহনীকে যদি ভালো অবস্থানে নেওয়া যায়; সেক্ষেত্রেই শেখ কামালের প্রতি আসল শ্রদ্ধা জানানো সম্ভব হবে।’

আবাহনী লিমিটেড-এর ভারপ্রাপ্ত ডাইরেক্টর–ইন-চার্জ কাজী নাবিল আহমেদ এমপি। শেখ কামাল ক্ষণজন্মা হলেও তার কীর্তি কম নয় বলে মন্তব্য করেন আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর-ইন-চার্জ কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘আগস্ট মাস আমাদের জন্য শোকের মাস। প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না হলে বাংলাদেশ হতো না। একই সঙ্গে স্মরণ করছি ১৫ আগস্টের বিয়োগান্তক সেই ঘটনার।’ শেখ কামালকে নিয়ে তিনি আরও বলেন. ‘শেখ কামাল এমন একজন ক্ষণজন্মা পুরুষ; যিনি অল্প বয়সে একই সঙ্গে অনেক কিছু করেছেন। গায়ক হিসেবে, আয়োজক হিসেবে তার সুনাম রয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। জেনারেল ওসমানীর এডিসি হয়ে কাজ করেছেন সেই সময়। ২৬ বছরের এই ক্ষণজন্মা এই পুরুষ অনেক কিছুই করেছেন। বর্তমান সময়ে একজন ছেলে বা মেয়ের পড়াশোনাই শেষ হয় ২৬ বছর বয়সে। আর সেই বয়সেই শেখ কামাল একটি প্রতিষ্ঠান করে গেছেন। আমার দৃঢ় বিশ্বাস, আমরা না থাকলেও ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি থাকবে।’

সংসদ সদস্য ফজলে নূর তাপস সংসদ সদস্য ফজলে নূর তাপস বলেন, ‘এই দিনটি আমাদের জন্য আনন্দের হলেও আমরা কোনও সময় এই দিনে আনন্দ করতে পারি না। কারণ এই মাসেই জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে ঘাতকরা।’ তিনি যোগ করেন, ‘তার চিন্তা-ভাবনাগুলো ছিল অনেক সুদূরপ্রসারী এবং তাৎপর্যপূর্ণ। মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। স্বাধীনতার পরও জাতি গঠনে তিনি নিবেদিত হয়ে কাজ করেছেন। আমাদের তরুণ সমাজ আজ বিপথে চলে যাচ্ছে। ৪০ বছর আগে এটাকে অনুধাবন করে শেখ কামাল তরুণ সমাজকে ক্রীড়া, সাংস্কৃতিক আন্দোলন, সামাজিক আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে চেয়েছেন। তিনি যদি জীবিত থাকতেন, তাহলে তিনি এই তরুণ সমাজকে বিভ্রান্ত হতে দিতেন না।’

শেখ কামাল বেঁচে থাকলে তরুণ সমাজ বিভ্রান্ত হতেন না বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে শেখ কামালকে দেখিনি। কিন্তু শেখ কামাল সম্পর্কে পড়েছি। শেখ কামালের রেখে যাওয়া আবাহনী ক্লাবকে খুব কাছ থেকে দেখেছি। ১০ বছর ধরে এই ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে আমার। শেখ কামাল যেভাবে জীবন ধারণ করেছেন সেটাই সত্যিকার অর্থে বাংলাদেশ। শেখ কামাল বেঁচে থাকলে হয়তো তরুণ সমাজকে নেতৃত্ব দিয়ে যেতেন।’

তিনি আরও বলেন, ‘শেখ কামালের প্রতি সত্যিকারের শ্রদ্ধা তখনোই জানানো হবে, যখন শেখ কামাল যে উদ্দেশ্য নিয়ে, যে প্রতিজ্ঞা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আবাহনী, স্পন্দন এবং আরও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো প্রতিষ্ঠা করেছিলেন। এগুলো যদি আরও ব্যাপকভাবে আমরা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি তাহলেই হবে সত্যিকার অর্থে শেখ কামালের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা।’

ছবি: সাজ্জাদ হোসেন।

/আরআই/এফআইআর/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে