X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

স্বর্ণ জয়ই কি তবে মাবিয়ার অপরাধ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৬, ১৯:০৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৯:০৯

মাবিয়া আক্তার সীমান্ত কাতার ইন্টারন্যাশনাল কাপ ভারত্তোলনে স্বর্ণ পদক জয় করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে যেন বড় অপরাধই করে ফেলেছেন মাবিয়া আকতার সীমান্ত। তাকে সংবর্ধনা বা অভিন্দনন জানানো দূরের কথা, বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের কর্মকর্তারা বরং তাকে মারধর করার হুমকি দিয়েছেন।

উল্লেখ্য বিজয় দিবসের দিনে গত শুক্রবার কাতার ইন্টারন্যাশনাল কাপে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন বাংলাদেশের মাবিয়া, আর ৫৩ কেজি ওজন শ্রেণিতে দেশকে স্বর্ণ এনে দেন জহুরা আক্তার রেশমা। তাদের অপরাধ তারা ভারত্তোলন ফেডারেশনের অ্যাডহক কমিটির অনুমতি না নিয়ে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক উইং কমান্ডার (অব:) মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে কাতার গিয়ে এই স্বর্ণ পদক জিতেছেন। 

এর আগে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ফেডারেশনের অ্যাডহক কমিটি মাবিয়া ও রেশমাকে কাতার যাওয়ার ব্যাপারে সহযোগিতা করেনি। গত ২০ বছর ধরে ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা উইং কমান্ডার (অব:) মহিউদ্দিন আহমেদ যেহেতু এশিয়ান ভারত্তোলন ফেডারেশনেরও সদস্য, তাই তিনি নিজ উদ্যোগে এগিয়ে আসেন এবং দুই ভারত্তোলককে কাতার যাওয়ার ব্যবস্থা করেন। মাবিয়া ও রেশমা যাওয়ার আগে জাতীয় ক্রীড়া পরিষদকে তাদের কাতার গমনের ব্যাপরাটি জানান। তাদের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের একজন কোচও ছিলেন। 

ফেরার পর মাবিয়াসহ রেশমাকে হুমকি দেন অ্যাডহক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন। মাবিয়া বলেন, ‘আমার ক্যারিয়ার শেষ বলে হুমকি দিয়েছে, বলেছে কোন সাহসে ও কার অনুমতিতে আমি কাতার গিয়েছি? বলেছে গুলিস্তান এলাকায় আমাকে দেখা গেলে মারবে’। 

এ ব্যাপারে উইং কমান্ডার (অব:) মহিউদ্দিন আহমেদের বক্তব্য হলো, ‘কাতারের এই ইভেন্ট বাংলাদেশ গত কয়েক বছর থেকে নিয়মিত অংশগ্রহণ করে আসছে, আজ যারা ফেডারেশনের দায়িত্বে আছে তাদের এটি অজানা নয়। আমি যেহেতু এশিয়ান ভারত্তোলন ফেডারেশনেরও সদস্য তাই মাবিয়া-রেশমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। সেখানে সাফল্য পেয়ে তারা শুধু দেশের ভাবমূর্তিই উজ্জ্বল করেনি, তারা আর্থিকভাবেও লাভবান হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘ফেডারেশনের কর্মকর্তারা অফিসে আসেন না। কর্মচারীদের কয়েক মাস বেতন বাকি পড়ে গেছে। যারা ফেডারেশনই ঠিকমতো চালাতে পারেন না তারা খেলোয়াড়দের বিদেশ পাঠানোর অর্থ সংস্থান করবেন কীভাবে।’

এ ব্যাপারে মকবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। 

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী