X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘কর্মকর্তারাই পিছিয়ে দিচ্ছেন টেবিল টেনিসকে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ১৭:৫৪আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৭:৫৯

মানস চৌধুরীর অনেক ক্ষোভ টিটি কর্মকর্তাদের ওপরে। ছবি-তানজীম আহমেদ চার রাউন্ড খেলার পর মেহেরপুর জেলাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। খেলার সূচি বদলে যেতে সময় লাগেনি। একেক দিন একেক ইভেন্টের খেলা হয়েছে। একাধিক ইভেন্টের খেলা শেষ হয়নি, তার আগেই প্রধান অতিথিকে দিয়ে দায়সারাভাবে পুরস্কার তুলে দেওয়া হয়েছে বিজয়ীদের হাতে! এবারের জাতীয় টেবিল টেনিসে এসব অব্যবস্থাপনায় অনেকেই হতাশ। পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী একই সঙ্গে হতাশ ও ক্ষুব্ধ।

বাবা ছিলেন বিখ্যাত শিল্পী প্রবাল চৌধুরী। মানস নিজে গান করেন, আবার দন্ত চিকিৎসকও। তবে টেবিল টেনিস তার অন্যতম ‘প্রেম’। ১৯৯১ সালে জুনিয়র আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর কখনও টেবিল টেনিস ছাড়া থাকতে পারেননি, পড়াশোনার ফাঁকে ফাঁকে খেলে গেছেন। কিন্তু ফেডারেশনের অপেশাদারিত্ব নিয়ে তিনি হতাশ। বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এখনও জাতীয় আসর কিংবা টুর্নামেন্ট হলে সমস্যা লেগেই থাকে। কর্মকর্তাদের অবহেলার কারণে টেবিল টেনিস সেভাবে এগোচ্ছে না। আমার ২৫ বছরের ক্যারিয়ারে অনেক কমিটি এসেছে। প্রতিটি কমিটি কেন জানি একপর্যায়ে অকার্যকর হয়ে যায়। আমার ধারণা, টেবিল টেনিসের সঙ্গে জড়িত মানুষগুলো বেশ স্বার্থপর। ভালো মানুষ যারা আছেন, তাদের বিদায় করে দেওয়া হয়।’

এবারের জাতীয় টেবিল টেনিসে মেহেরপুর জেলা অযোগ্য ঘোষণা করায় মানস ভীষণ ক্ষুব্ধ, ‘এটা ভীষণ অন্যায়, এই অন্যায়ের কোনও ক্ষমা নেই। যারা এই অন্যায় করেছে তাদের কোনও বিচার ছাড়াই ফাঁসি দেওয়া উচিত। মেহেরপুর চারটি ম্যাচ খেলার আগে কেন তাদের অযোগ্য ঘোষণা করা হয়নি? তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ক্ষমার অযোগ্য।’

বাংলাদেশে বেশ কয়েকটি খেলায় সার্ভিসেস দল অংশ নেয় বলে অনেক খেলোয়াড়কে জীবিকা নিয়ে ভাবতে হয় না। কিন্তু টেবিল টেনিসে সেনাবাহিনী, আনসারের মতো দুয়েকটি সংস্থাই ভরসা। খেলাটায় সেভাবে পেশাদারিত্ব আসেনি। বাবার মতো আধুনিক গানের শিল্পী ৪১ বছর বয়সী মানসের আক্ষেপ, ‘টেবিল টেনিসে চাকরির তেমন সুযোগ নেই। আনসার-সেনাবাহিনীতে চাকরি আছে। কোনও কোনও জায়গায় আবার চুক্তিভিত্তিক নেওয়া হয়। এভাবে খেলা যায় না। পেটে ভাত না থাকলে খেলে কী হবে! দেখুন, আমি একজন ডেন্টিস্ট, আবার গানও করি। আমার আয়ের উৎস আছে। কিন্তু অনেকেরই কোনও আয়ের উৎস নেই। তাহলে কেন টিটিতে আসতে উৎসাহিত হবে তরুণ প্রজন্ম? টিটি খেলোয়াড় কমই আসছে এখন।’

মানসের অভিযোগ অস্বীকার করতে পারছেন না টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান মুনীর। আত্মপক্ষ সমর্থনের সুরে তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, সীমিত সামর্থ্যের মধ্যে সব কিছু করতে হচ্ছে। ইচ্ছে থাকলেও অনেক কিছু করা সম্ভব হয় না। যেমন বিদেশি কোচ রেখে কোচিং করানো বেশ ব্যয়বহুল। তারপরও যতটুকু পারছি, খেলোয়াড়দের উন্নয়নে কাজ করে যাচ্ছি। ডিসেম্বরে জুনিয়রদের জন্য ভারত থেকে কোচ আনা হবে। এরপর সিনিয়রদের জন্য উত্তর কোরিয়ান কোচ আনবোই। টেবিল টেনিসে আরও সার্ভিসেস দল যেন আসে, সেই চেষ্টাও করবো।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়