X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পুরুষ হ্যান্ডবল দলের কোচ ডালিয়া!

তানজীম আহমেদ
০৯ জানুয়ারি ২০১৮, ২১:৫৩আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২৩:৫২

কোচ ডালিয়ার সঙ্গে শিষ্যদের সেলফি। ছবি-ফেসবুক ফুটবল-ক্রিকেট-হ্যান্ডবল খেলেছেন ডালিয়া আক্তার, তবে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন হ্যান্ডবলকে। জাতীয় মহিলা দলের অধিনায়ক তিনি, পাশাপাশি কোচিংয়ের সঙ্গেও জড়িয়ে। আর এখানেই লুকিয়ে সবচেয়ে বড় চমক। ঢাকা জেলা পুরুষ হ্যান্ডবল দলের কোচ ডালিয়া!

গত ৪ থেকে ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় হ্যান্ডবলে ঢাকা তার অধীনে পঞ্চম হয়েছে। ঢাকার হয়ে এই প্রতিযোগিতা ছিল তার প্রথম ‘মিশন’। আর শুরুতেই তিনি  সফল।

মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে ডালিয়া বলেছেন, ‘আমি জাতীয় হ্যান্ডবল দলের অধিনায়ক, পাশাপাশি কোচিং কোর্সও করেছি। হ্যান্ডবল ফেডারেশন আমাকে পুরুষ দলের দায়িত্ব দিলে আমি চ্যালেঞ্জটা নিতে দ্বিধা করিনি। জাতীয় প্রতিযোগিতায় ঢাকাকে পঞ্চম স্থান এনে দিয়ে সাফল্যও পেয়েছি।’

ঢাকা দলে কোনও সমস্যায় পড়তে হয়নি তাকে। তিনি বললেন, ‘‘সবাই আমাকে উৎসাহ দিয়ে বলেছে, ‘তুমি পারবে। মেয়েদের দলের কোচ যদি ছেলে হতে পারে, তাহলে ছেলেদের দলের কোচ কেন মেয়ে হতে পারবে না?’ ঢাকা দলের সবাই আমাকে সহজভাবে নিয়েছে, ভালো সহযোগিতা করেছে। স্থানীয় মানুষও আমাকে সাদরে গ্রহণ করেছে। আমি চাই, আমার মতো অন্য মেয়েরাও কোচিংয়ে এগিয়ে আসুক।’

এর আগে মাদারীপুরের একটি স্কুলে হ্যান্ডবল শেখানো ডালিয়া উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ‘আমার যোগ্যতাকে সম্মান জানিয়েছে হ্যান্ডবল ফেডারেশন, আমাকে সুযোগ দিয়েছে। ফেডারেশনের সবাই আমার কাজে খুশি। তাদের কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি।’

ভবিষ্যতে আরও কঠিন চ্যালেঞ্জ গ্রহণে তিনি প্রস্তুত, ‘ফেডারেশনের যে কোনও দায়িত্ব হাসিমুখে পালন করবো। ভবিষ্যতে জাতীয় দলের যে কোনও পর্যায়ে কোচিং করাতে চাই। নিজের সাধ্য মতো হ্যান্ডবল শেখানোর চেষ্টা করবো।’

২০০৬ থেকে ২০১০ সাফ ফুটবল পর্যন্ত নিয়মিত জাতীয় দলে খেলেছেন, অধিনায়কও ছিলেন জাতীয় ফুটবল দলের। ২০১৪ সালে ফিফার কোচেস কোর্স করা ডালিয়ার হাতে গড়ে উঠেছে বিজেএমসির মেয়েদের ফুটবল দল। তার অধিনায়কত্বে প্রথম করপোরেট লিগের শিরোপা জিতেছিল বিজেএমসি। তিনি জানালেন, ‘একসময় ফুটবল-হ্যান্ডবল-ক্রিকেট নিয়মিত খেলতাম। চোট পেয়ে ফুটবল থেকে সরে আসি।’  আর তারপর থেকেই হ্যান্ডবল তার ধ্যান-জ্ঞান। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?