X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইরানি কোচে আস্থা ভলিবল দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৮, ২২:১৩আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ২২:১৩

ইরানি কোচে আস্থা ভলিবল দলের দ্বিতীয়বারের মতো ব্যর্থ হলো বাংলাদেশের ভলিবল দল। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ফাইনালে তুর্কমেনিস্তানের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয়েছে তারা। তবে আশা হারাচ্ছেন না অধিনায়ক হরোশিত বিশ্বাস। তার মতে, ইরানি কোচ আলীপো আরজীর অধীনে দীর্ঘমেয়াদে অনুশীলন ও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলে দলের চিত্র পাল্টে যাবে।

আপাতত জাতীয় দলের কোনও সূচি নেই। ১৫ থেকে ২২ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় এশিয়ান মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে খেলবেন হরোশিত-মেননরা। সেখানে অংশ নেবে এশিয়ার বিভিন্ন অঞ্চলের ১০টি দল। পশ্চিম এশিয়া থেকে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মালয়েশিয়া, পূর্ব এশিয়া থেকে হংকং ও মঙ্গোলিয়া, মধ্যাঞ্চল থেকে উজবেকিস্তান ও বাংলাদেশ খেলবে। স্বাগতিক হিসেবে সুযোগ পাচ্ছে শ্রীলঙ্কা। ২০১৬ সালে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোনে চ্যাম্পিয়ন হওয়ায় এই প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ।

তুর্কমেনিস্তানের কাছে হারের কারণ বাংলা ট্রিবিউনকে ব্যাখ্যা করলেন হরোশিত, ‘তুর্কমেনিস্তানের বিপক্ষে এক ম্যাচ দিয়ে আমাদের পারফরম্যান্স বিচার করা ঠিক হবে না। ওদের সঙ্গে আগে কখনও খেলিনি। আমরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছি রিসিভ ও ব্লকিংয়ে। অ্যাটাক ভালোই করেছি। তাছাড়া ওদের সার্ভিস অনেক শক্তিশালী ছিল।’

প্রতিপক্ষের সঙ্গে কতটা পিছিয়ে সেটাও তুলে ধরেছেন অধিনায়ক, ‘তারা যে পরিমাণ টুর্নামেন্ট খেলেছে, তার অর্ধেকও খেললে আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম। এখন আমাদের দরকার ইরানি কোচের অধীনে দীর্ঘমেয়াদে অনুশীলন, আর বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা। তাহলে ভলিবলের চিত্র পাল্টে যাবে।’

বাংলাদেশকে আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলানোর সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, ‘ভারত, মালদ্বীপ ও নেপালের মতো দেশগুলোকে ঢাকায় এনে প্রস্তুতি ম্যাচ খেলানোর কথাও ভাবছি। এশিয়ান চ্যালেঞ্জ কাপে খেলতে পারাটা আমাদের জন্য বিশাল খবর। ওখানে বড় বড় দেশ অংশ নেবে। এজন্য বিওএর মহাসচিবকে অনুরোধ করেছি বিদেশে আমাদের ভলিবল দলকে পাঠাতে। তাহলে আমরা সেখানে শক্তিশালী দলগুলোর সঙ্গে খেলে ভালো একটা প্রস্তুতি নিতে পারব।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ