X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ফেডারেশনের ‘গাফিলতি’, বিশ্ব টিটিতে খেলা হলো না বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৮, ২১:১৪আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ২১:২২

ফেডারেশনের ‘গাফিলতি’, বিশ্ব টিটিতে খেলা হলো না বাংলাদেশের সুইডেনে রবিবার থেকে শুরু হয়ে ৬ মে পর্যন্ত চলবে বিশ্ব টেবিল টেনিসের প্রতিযোগিতা। বাংলাদেশও প্রতিনিধিত্ব করতে পারত সেখানে। টিম ইভেন্টে বাংলাদেশের তিন খেলোয়াড়ের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ফেডারেশনের ‘গাফিলতিতে’ আন্তর্জাতিক এই আসরে অংশ নেওয়া হয়নি বাংলাদেশ দলের!

দুই বছর আগে জাপানে বিশ্ব আসরে মেয়েদের পারফরম্যান্স ভালো থাকায় এবারও সুইডেনে বাংলাদেশকে সুযোগ করে দেয় বিশ্ব টেবিল টেনিসের সংস্থা। কোচ মোহাম্মদ আলীর অধীনে সেখানে অংশ নেওয়ার কথা ছিল র‌্যাংকিয়ের শীর্ষ তিনজন সোনম সুলতানা সোমা, মৌমিতা আলম রুমি ও রাহিমা আক্তারের। কিন্তু ফেডারেশনের কারণে যাওয়া হলো না এই বিশ্ব ইভেন্টে।

বিশ্ব টেবিল টেনিসে অংশ নিতে না পারায় ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন খেলোয়াড়রাই। তাদের কথা- ফেডারেশন থেকে দেরিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করায় বাংলাদেশ টিমের কারও পাসপোর্ট জমা নেওয়া হয়নি।

ক্ষুব্ধ ও হতাশ সোনম বলেন, ‘বিশ্ব টেবিল টেনিসে অংশ নিতে আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। কিন্তু ফেডারেশন কী করল বুঝলাম না। কেন তারা দেরিতে ভিসার জন্য আবেদন করেছে? তাদের কারণে আমাদের সুইডেন যাওয়া হলো না।’

কোচ মোহাম্মদ আলীরও একই কথা, ‘এই আসরকে সামনে রেখে কিছুদিন ধরে অনুশীলনও চলছিল। কিন্তু ফেডারেশনের কারণে যাওয়া হলো না। তারা হয়তো দেরিতে সুইডেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। যে কারণে আমাদের পাসপোর্টই জমা নেওয়া হয়নি, প্রত্যাখ্যাত হয়েছে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনির তাদের গাফিলতির কথা মানছেন না। সঠিক প্রক্রিয়াতেই ব্যবস্থা নিয়েছিলেন দাবি তার, ‘অতীতে দ্রুততম সময়ে আমাদের ইউরোপিয়ান ভিসা পাওয়ার রেকর্ড আছে। এবারও ১ এপ্রিল সরকারি আদেশের জন্য আবেদন করে ১৮ এপ্রিল ভিসা পেয়েছি। তারপর থেকে সুইডেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছিল। একপর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোট ভারবালও দিয়েছি। কিন্তু সর্বশেষ ২৫ এপ্রিল দূতাবাসে কয়েক ঘণ্টা আমাদের অপেক্ষা করিয়ে ফিরিয়ে দিয়েছে। পাসপোর্টই রাখেনি।’

কেন এমন হলো ব্যাখ্যা নেই মুনিরের কাছে, ‘এখানে ফেডারেশনের কোনও দায় নেই। দূতাবাস কেন এমন করল, আমরা নিজেরাই বুঝতে পারছি না। অথচ গত বছর জার্মানিতে যেতে কোনও সমস্যা হয়নি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম