X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

এক বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২০, ২০:১৯আপডেট : ২৪ মার্চ ২০২০, ২০:৩২

এক বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি রূপ নিলেও টোকিও অলিম্পিক আয়োজনে অনড় ছিল জাপান। যদিও তাদের চোয়াবদ্ধ প্রতিজ্ঞায় কিছুটা ফাটল ধরে কানাডা ২০২০ সালের গেমস ‘বয়কট’ করায়। নতুন করে ভাবনা জাগায় আয়োজনে। অবশেষে বর্তমান পরিস্থিতি আমলে নিয়ে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতেই হলো জাপানকে। এক বছরের জন্য স্থগিত করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা।

অলিম্পিক ২০২১ সালে চলে গেলেও থাকবে আগের নামই- ‘টোকিও ২০২০’। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক ও ‍ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। তার আগেই অবশ্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জানিয়েছিলেন, ২৪ জুলাই থেকে অলিম্পিক শুরুর কথা থাকলেও সেটি হচ্ছে না। তিনি বলেছেন, ‘আমি (আইওসি) সভাপতি টমাস বাখকে এক বছরের জন্য অলিম্পিক স্থগিত করার প্রস্তাব করার সঙ্গে সঙ্গে তিনি আমার সঙ্গে শতভাগ একমত পোষণ করেন।’

এরপর টোকিও অলিম্পিকের আয়োজক ও আইওসি যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘অভূতপূর্ব ও অপ্রত্যাশিত পরিস্থিতি বিরাজ করছে গোটা বিশ্বে। গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, কোভিড-১৯ রোগ আরও ব্যাপক হারে ছড়াচ্ছে। এই অবস্থায় আইওসি সভাপতি ও জাপানের প্রধানমন্ত্রী সিদ্ধান্তে পৌঁছেছেন, টোকিও ২০২০ গেমসের সূচি অবশ্যই পাল্টাতে হবে, ২০২১ সালের গ্রীষ্মের আগে প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয়।’

গত রবিবার প্রথম দেশ হিসেবে অলিম্পিকে অংশ নেওয়া বাতিল করেছিল কানাডা। পরে নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়াও। আর যুক্তরাষ্ট্রের ট্র্যাক অ্যান্ড ফিল্ড টোকিও অলিম্পিকে না পাওয়ার সিদ্ধান্ত নেয়। আরও কয়েকটি দেশ আলোচনা শুরু করেছিল। এরই মধ্যে গেমসই স্থগিত করে দেওয়া হলো এক বছরের জন্য।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
চিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে