X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

এশিয়ান জুনিয়র দাবায় ১৫তম নোশিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২০, ২১:১৯আপডেট : ০৩ জুন ২০২০, ২৩:১৩

মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (ফাইল ছবি) এশিয়ান অনূর্ধ্ব-২০ জুনিয়র অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের জোন (৩.২) থেকে মেয়েদের বিভাগে রানার-আপ হয়েছিলেন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম। কিন্তু মূল পর্বে ভালো করতে পারেননি বাংলাদেশের এই দাবাড়ু। ২১ জনের মধ্যে হয়েছেন ১৫তম।

করোনাভাইরাসের কারণে প্রথমবারের মতো অনলাইনে হচ্ছে ফিদের অধীনে এশিয়ান জুনিয়র দাবা চ্য্যাম্পিয়নশিপ। র‌্যাপিড পদ্ধতিতে সাত জোন থেকে বাছাই পর্ব পেরিয়ে আসা ২১ জন খেলোয়াড় খেলেছেন চূড়ান্ত পর্ব। সব প্রতিযোগীকে বাসায় বসে খেলতে হয়েছে। তবে এজন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ ছিল বাধ্যতামূলক।

সদ্য নৌবাহিনীতে যোগ দেওয়া দাবাড়ু নোশিন পেয়েছেন ৯ ম্যাচে ৪ পয়েন্ট। তিনি ৪ খেলায় শ্রীলঙ্কার দাহামপ্রিয়া দেবনেথমাই এবং নিউজিল্যান্ডের তিন খেলোয়াড় নিং ইশাবেল ইজুয়ান, যোসেফ রিতিকা ও গান এমিলির বিপক্ষে জিতেছেন।

কিন্তু অন্য ৫ ম্যাচে হেরেছেন যথাক্রমে মঙ্গোলিয়ার মহিলা আন্তর্জাতিক মাস্টার তুরমুখ, চীনের বাই জুই, তাজিকিস্তানের সাবরিনা, ইন্দোনেশিয়ার মহিলা ফিদে মাস্টার তেরেসা ও ভারতের আঙ্কারের কাছে।

মেয়েদের বিভাগে চীনের মহিলা আন্তর্জাতিক মাস্টার নিং কাইয়ু ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। একই পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে মঙ্গোলিয়ার মহিলা আন্তর্জাতিক মাস্টার মনখজুল তুরমুখ রানার-আপ ও ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার অর্পিতা মুখার্জী তৃতীয় হন।

চ্যাম্পিয়ন নিং কাইয়ু সাড়ে ৭০০ মার্কিন ডলার ও সোনা, রানার-আপ তুরমুখ ৫০০ মার্কিন ডলার ও রুপা এবং তৃতীয় অর্পিতা ২৫০ মার্কিন ডলার ও ব্রোঞ্জ জিতেছেন।

আগামীকাল (বৃহস্পতিবার) হবে ছেলেদের লড়াই। সেখানে চূড়ান্ত পর্বে ২১ জনের মধ্যে ৫ জন গ্র্যান্ড মাস্টার ও ৬ জন আন্তর্জাতিক মাস্টার খেলবেন।

বাংলাদেশ থেকে খেলবেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল