X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

এশিয়ান শুটিংয়ে নিজের স্কোর ধরে রাখতে চান বাকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ১৮:০৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২০:০১

প্রথমবারের মতো অনলাইনে হতে যাচ্ছে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। আগামী ২৮ থেকে ৩০ জানুয়ারি হবে এই প্রতিযোগিতা। করোনাকালে এমন বড় প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের এক ঝাঁক শুটার। সেখানে রয়েছেন দেশের অন্যতম সেরা শুটার আব্দুল্লাহ হেল বাকী। অবশ্য ১০ মিটার এয়ার রাইফেলে কমনওয়েলথ গেমসে দুবার রুপা জেতা এই শুটারই বড় ভরসা। বাকী চাইছেন নিজের সেরা স্কোর করে অন্তত পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে।

কিন্তু প্রতিযোগিতা মোটেও সহজ হবে না। তাতে থাকছেন এশিয়ান অনলাইন শুটিংয়ে টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতের শুটাররা। এছাড়া চীন-কোরিয়াসহ অন্য দেশের প্রতিযোগিরা তো থাকছেন-ই। তাদের সঙ্গে লড়াই করেই জবাব দিতে হবে বাকীসহ অন্যদের। এরই মধ্যে নিজেদের মধ্যে বাছাইও হয়ে গেছে। সেখানে বাকী ৬৩০ স্কোর করে প্রথম হয়েছেন। এর পর স্বাভাবিকভাবে প্রত্যাশা আরও বেড়ে যাওয়ার কথা। তাই বাকী চাইছেন বাছাইয়ের ফল প্রতিযোগিতায় করে দেখাতে।

বাংলা ট্রিবিউনকে সেই আশাবাদই ব্যক্ত করেছেন বাকী, ‘বাছাইয়ে যেই ফল করেছি, তা ধরে রাখতে পারলে অন্তত সেরা আটে থাকতে পারবো। তখন পদক জয়ের জন্য লড়াইয়ের সুযোগ থাকবে। আর আমি কোন চাপ নিচ্ছি না। আগে থেকেই অনলাইনে খেলছি। তাই অভ্যাস হয়ে গেছে।’

তবে যেখানে ভারতের অলিম্পিকে অংশ নেওয়া শুটারসহ চীন-কোরিয়ার প্রতিযোগীরা রয়েছেন, সেখানে ভালো করাটা কতটুকু চ্যালেঞ্জিং? এমন প্রশ্নের জবাবে বাকী বলেছেন, ‘আমি আমার মতো করে চেষ্টা করে যাবো। দেখা যাক কী হয়। নিজের সেরাটা দিতে পারলে তখন ভালো লাগবে। তাই খেলার জন্য অপেক্ষায় আছি।’

১০ মিটার এয়ার রাইফেল ছাড়াও পিস্তল ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। ছেলে ও মেয়ে দুই বিভাগে অনুষ্ঠিত হবে খেলা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক