X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লন্ডন থেকে ৪ ঘণ্টার পথ, তবু খেলতে পারছেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২২, ১৮:৪৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৮:৫৯

লন্ডন থেকে বার্মিংহাম সড়ক পথে ৪ ঘণ্টার পথ। এই বার্মিংহামেই আগামী ২৮ জুলাই থেকে ৮ আগস্ট হতে যাচ্ছে কমনওয়েলথ গেমস। কিন্তু এত কাছে থেকেও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না দেশের অন্যতম সেরা সাঁতারু জুনায়না আহমেদ। সাঁতার ফেডারেশন থেকে এরই মধ্যে পাঁচজনের নাম দেওয়া হয়েছে। সেখানে জায়গা হয়নি টোকিও অলিম্পিকে অংশ নেওয়া লন্ডন প্রবাসী জুনায়নার।

সাঁতার ডিসিপ্লিনে পুরুষদের ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে আসিফ রেজা, ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সুকুমার রাজবংশী এবং ৫০ ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে মাহমুদুন্নবী নাহিদ অংশ নেবেন। অন্যদিকে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল ও ৫০ মিটার বাটারফ্লাইয়ে সোনিয়া খাতুন এবং ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে মরিয়ম আক্তার এবার বার্মিংহাম যাবেন।

সবশেষ জাতীয় প্রতিযোগিতায় জুনায়না ভালো করতে পারেননি। তাই এবার কমনওয়েলথ গেমসের জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশনে সাঁতার ফেডারেশন থেকে তার নাম পাঠানো হয়নি।

সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা সবশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে যারা ভালো করেছে তাদের নাম দিয়েছি। সেখানে জুনায়না নেই। ও এবার ভালো করতে পারেনি। তবে সামনে যদি ঘরোয়া প্রতিযোগিতায় ভালো করতে পারে, তাহলে তখন সুযোগ দেওয়া হতে পারে।’

লন্ডন থেকেও জুনায়না গেমসে অংশ নিতে না পেরে হতাশ তার বাবা জুনায়েদ আহমেদ। যদিও লন্ডন থেকে তিনি বলেছেন, ‘আমাদের এখান থেকে বার্মিংহাম যেতে ৪ ঘণ্টা লাগে। আমার মেয়ে অংশ নিতে পারলে তো ভালো হতো। তবে ঢাকার জাতীয় চ্যাম্পিয়নশিপে কোনও প্রস্তুতি ছাড়া অংশ নেওয়ায় ফল ভালো হয়নি। তাই ফেডারেশন সুযোগ দেয়নি। ভবিষ্যতে অন্য প্রতিযোগিতাতে খেলার ইচ্ছা আছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ