X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
নতুন রেকর্ড গড়ে স্বস্তিতে নেই জান্নাত

‘আমি তৃতীয় লিঙ্গ নই, একজন মেয়ে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১২

সুলতানা কামাল সামার অ্যাথলেটিকসে এবার লিঙ্গ বিতর্ক সামনে চলে এসেছে। আগের দিন বর্শা নিক্ষেপে ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন জান্নাত বেগম। তবে নতুন রেকর্ড গড়েও স্বস্তিতে নেই জান্নাত। তাকে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে দাবি করে নতুন রেকর্ডটি পুনরায় বিবেচনার জন্য ফেডারেশনের কাছে আবেদন করা হয়েছে।

আগের রেকর্ডধারী আখেরুন্নেসার এমন অভিযোগপত্র নিয়ে অ্যাথলেটিকস অঙ্গনও বিব্রত। ১৯৯৭ সালে আখেরুন্নেসার গড়া রেকর্ডটা ছিল ৪৫.১৪ মিটার। প্রথমবার এসে জান্নাত ৪৬.০৬ মিটার পার করেছেন, দ্বিতীয় হওয়া নিশাত যেখানে পার করেছেন ৩৭.২৯ মিটার।

আখেরুন্নেসা অভিযোগ করে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘কোনও কৌশল জানা নেই। অভিজ্ঞতা নেই। সে বর্শাটা হাতে নিয়েই কিনা আমার এত দিনের রেকর্ড ভেঙে দিল! এটা সম্ভব হতে পারে? যে কাউকে জিজ্ঞেস করুন। ও নারী কি না সেটা নিয়ে প্রশ্ন আছে। তাই চিঠি দিয়ে রেকর্ডটি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি।’

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিবও জান্নাতকে নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে বলেছেন, ‘ও ছোটবেলা থেকে এ পর্যন্ত মেয়ে হিসেবেই গণ্য। ওর স্কুল-কলেজের রেকর্ডপত্রসহ সব কিছুতেই তা আছে। এটা ঠিক যে ওর ব্যাপারে আগে একবার প্রশ্ন ওঠায় আমরা বেশ কিছুদিন ওর খেলাটা স্থগিত রেখেছিলাম। তবে সব জায়গায় যোগাযোগ করে এটা আমি বলতে পারি, ওর নারীত্ব নিয়ে প্রশ্ন তোলাটা অন্যায়। যে কারণে ওর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা হয়েছিল কি না, হলেও কী ফল—সে ব্যাপারে আমি কোনও মন্তব্য করবো না। তবে যিনি অভিযাগ দিয়েছেন তার হাতে কী প্রমাণ আছে? আসলে নতুন কিছু হোক তা অনেকেই চায় না। ’

দীর্ঘদেহী জান্নান এসেছেন কিশোরগঞ্জ থেকে। খেলেছেন সেনাবাহিনীর হয়ে। কৃতী সাইক্লিস্ট ফারহানা সুলতানা শীলা তাকে এই অঙ্গনে নিয়ে আসেন। শুরুতে কাবাডি খেললেও এখন অ্যাথলেটিকসে পুরো মনোযোগ তার। এর আগে জান্নাতকে নিয়ে বিতর্ক হয়েছিল। এবার এই প্রসঙ্গ নিয়ে জান্নাত বলেছেন, ‘এবার সেনাবাহিনীর হয়ে রেকর্ড গড়েছি। আমি অনেক খুশি। যা বলা হচ্ছে তা ঠিক নয়। আমি আসলে একজন মেয়ে। আমার মেডিক্যাল রিপোর্ট সবই ঠিক আছে। তবে হরমোন সমস্যা আছে আমার। যারা আমার বিপক্ষে অভিযোগ করছে তারা ঠিক করেনি। হিংসা থেকে করেছে বলে আমার মনে হয়।’

 

/টিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া