X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সোনাজয়ী রত্নার নতুন মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৪, ২১:৫৯আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২৩:০৭

২০২২ সালের শুরুতে নীরবে খেলোয়াড় জীবনের ইতি টেনে কোচিংয়ে যোগ দেন শারমিন আক্তার রত্না। এক বছর কাজ করার পর পারিবারিক কারণে দূরে সরে যেতে হয়েছিল। তবে শুটিং ছিল তার হৃদয়ে। তাই ধাতস্থ হতেই এই বছরের শুরুতে আবারও শুটিং নিয়ে রেঞ্জে ঝাঁপিয়ে পড়েছেন। শুরুতে জাতীয় দলে ইরানের কোচের সহকারী ছিলেন। এবার জাতীয় দল নয়, নতুন এক ক্লাব নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। শুটার্স শুটিং ক্লাবের কোচ হয়ে রেঞ্জে এরই মধ্যে রত্নার অভিষেকও হয়েছে।

রত্না বাংলাদেশের শুটিংয়ে উজ্জ্বল এক নাম। প্রায় ১৬ বছর খেলোয়াড়ী জীবন কেটেছে। ইসলামাবাদে শারমিনের পর ২০১০ সালে ঢাকা এসএ গেমসে মেয়েদের এককে সোনা জেতেন রত্না। একই গেমসে দলগত সোনা জেতার অন্যতম সদস্য তিনি। ওই বছরই দিল্লিতে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে দলীয় সোনা জয়েও সামনে থেকে ভূমিকা পালন করেন। রত্নার পর আর কোনও নারী শুটারই এসএ গেমসে সোনার পদক জিততে পারেননি। 

খেলা ছেড়ে কোচিংয়ে এসে জাতীয় দলের পর এবার ক্লাব দলের দায়িত্বে। বছরের শুরুর দিকে যোগ দিয়ে রত্না উচ্ছ্বসিত কণ্ঠে  বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘খেলা ছেড়ে শুটিং থেকে দূরে সরে যাইনি। জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছি। এরপর আমার দ্বিতীয় সন্তান জন্মের কারণে একটু দূরে সরে ছিলাম। এখন আবার ক্লাব দল নিয়ে রেঞ্জে ফিরেছি। নতুন ক্লাব দলের হয়ে কাজ করে ভালো লাগছে। নতুন করে আমার যাত্রা শুরু হলো।’

ক্লাবের দায়িত্ব পেয়েছেন রত্না

ঘরোয়া জাতীয় আসরে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ছয়বারের চ্যাম্পিয়ন রত্না তার মতোই নতুন করে শুটার তৈরি করতে চাইছেন, ‘দেখুন, শুটিংয়ে আমাদের সাফল্য কম নয়। বিভিন্ন প্রতিযোগিতায় পদক আছে আমাদের। এখন আমি চাইবো নতুন ক্লাবটির হয়ে সাফল্য পেতে। এরই মধ্যে ক্লাবটি দুটি ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তাদের লক্ষ্য অনেক দূরে। দেশের অন্যতম সেরা ক্লাব হওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছে।’

শুটিং স্পোর্ট ফেডারেশনের এফিলিয়েশনও হয়েছে আগেই। বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের পাশেই ক্লাবের রেঞ্জ হয়েছে। আস্তে আস্তে ক্লাবটি তাদের কর্মপরিধি বাড়াবে বলে রত্নার দাবি, ‘ক্লাবটির লক্ষ্য অনেক বড়। নিজস্ব রেঞ্জটা অনেক ভালো হয়েছে। আমাদের নিজস্ব অস্ত্র নেই। তবে প্রক্রিয়াধীন আছে। ক্লাব চাইছে নতুন শুটার তৈরির পাশাপাশি ঘরোয়া আসরে যেন আমরা ভালো করতে পারি। এছাড়া আমি যেহেতু কোচ হয়ে কাজ করছি। তাই চাইবো নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে। যেন আমার হাত ধরে নতুন নতুন শুটার তৈরি হয়।’

আপাতত রত্না একাই কোচ হয়ে আছেন। সীমিত পরিসরে কাজ করছেন। সামনের দিকে চ্যালেঞ্জটা আরও বাড়বে। তা নেওয়ার জন্য প্রস্তুত ৩৬ বছর বয়সী সাবেক তারকা শুটার।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী