X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ছয় বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৭, ১৯:০০আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৯:০৬

জয়ের পর ওয়াওরিঙ্কার সঙ্গে ফেদেরার মেলবোর্ন পার্কে ষষ্ঠবার ফাইনাল খেলার টিকিট পেলেন চারবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন রজার ফেদেরার। ২০১০ সালের পর প্রথমবার বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন তিনি।

স্বদেশী স্তানিস্লাস ওয়াওরিঙ্কার বিপক্ষে ১৮-৩ ব্যবধানে এগিয়ে থেকে বৃহস্পতিবারের সেমিফাইনালে নেমেছিলেন ফেদেরার। ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক প্রথম দুই সেট অনায়াসে জিতলেও ওয়াওরিঙ্কা দারুণভাবে ঘুরে দাঁড়ান। ২-২ সেটে সমতা ফেরান চতুর্থ বাছাই। এতে দুইজনের মুখোমুখি লড়াই প্রথমবার নির্ধারিত হয় পাঁচ সেটে। তবে শেষ সেটে চমক দেখাতে পারেননি ওয়াওরিঙ্কা। ৭-৫, ৬-৩, ১-৬, ৪-৬, ৬-৩ গেমে জিতে ছয় বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন ফেদেরার।

বাঁ হাঁটুর ইনজুরিতে ফেদেরার কোর্টে ছিলেন না ছয় মাস। ফলে র‌্যাংকিংয়ে ১৭ নম্বরে নেমে যেতে হয়েছিল তাকে। কিন্তু বছরের প্রথম গ্র্যান্ড স্লামে নেমে দেখিয়ে দিলেন ফুরিয়ে যাননি তিনি। টুর্নামেন্টের ছয় ম্যাচে র‌্যাংকিংয়ের শীর্ষ দশে থাকা ওয়াওরিঙ্কা, টমাস বার্ডিচ ও কেই নিশিকোরিকে হারান ৩৫ বছর বয়সী তারকা। ২০১২ সালে উইম্বলডনে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জেতা ফেদেরারের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে এ তিন জয়।

১৯৭৪ সালের ইউএস ওপেনের ফাইনাল খেলা ৩৯ বছর বয়সী কেন রোজওয়ালের পর সবচেয়ে বয়সী খেলোয়াড় হয়ে এ শিরোপার ম্যাচ খেলবেন ফেদেরার। এটি হবে তার ১০০তম অস্ট্রেলিয়ান ওপেন ম্যাচ। তার এ স্মরণীয় ফাইনাল হতে পারে আরও জমকালো। এজন্য শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে গ্রিগর দিমিত্রোভের বিপক্ষে জিততে হবে রাফায়েল নাদালকে। তাহলে ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেনের পর প্রথমবার কোনও গ্র্যান্ড স্লাম ফাইনালে মুখোমুখি হবেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সূত্র- বিবিসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ