X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বড় বোনের কাছে ছোট বোনের হার

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ১৫:৫৫আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৬:০৩

দুই বোন ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামস ছোট বোনকে কিছুতেই হারাতে পারছিলেন না বড় বোন। সেরেনা উইলিয়ামসের উড়ন্ত ফর্মের সামনে পাত্তাই পাচ্ছিলেন না ভেনাস উইলিয়ামস। চার বছর পর অবশেষে সাফল্যের মুখ দেখলেন বড় বোন ভেনাস। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে সেরেনাকে হারিয়ে দিয়েছেন তিনি।

মা হওয়ার পর ইন্ডিয়ান ওয়েলসের এই টুর্নামেন্ট দিয়ে কোর্টে ফিরেছেন সেরেনা। এক বছরেরও বেশি সময় পর টেনিসে ফেরায় খেলায় কিছুটা মরিচা ধরে গেছে তার। সেই সুযোগটাই নিয়েছেন বড় বোন ভেনাস। দিনের পর দিন হারের মুখ দেখা বড় উইলিয়ামস এবার তুলে নিয়েছেন জয়। সেরেনাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন প্রতিযোগিতাটির চতুর্থ রাউন্ড।

৩৬ মিনিটে প্রথম সেট জিতে নেন ভেনাস। তবে দ্বিতীয় সেরে ঘুরে দাঁড়িয়েছিলেন সেরেনা। কঠিন লড়াই চালিয়ে ভেনাসের সার্ভিসিং ভেঙে তৈরি করেছিলেন জয়ের পথও। কিন্তু ছন্দটা ধরে রাখতে পারেননি। ৩৯ বছর বয়সী ভেনাস লড়াইয়ে ফিরে ১ ঘণ্টা ৪৫ মিনিটে জিতে নেন ম্যাচ।

চার বছর পর সেরেনার বিপক্ষে প্রথমবার জয় পাওয়ার পর ছোট বোনকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন ভেনাস। বলেছেন, ‘শেষ না পর্যন্ত ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়নি। সেরেনা ঝড়ো বেগে ঘুরে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে আসলে আমি ভাগ্যবতী, কারণ ওর চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ হয়েছে আমার। সেরেনা দারুণ খেলেছে।’

ছেলেদের এককে সহজ জয় পেয়েছেন রজার ফেদেরার। শেষ ষোলো নিশ্চিত করতে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছেন তিনি সার্বিয়ান প্রতিপক্ষ ফিলিপ ক্রাইনোভিচকে। মাত্র ৫৮ ‍মিনিটে জয় তুলে নিয়েছেন সুইস তারকা ৬-২, ৬-১ গেমে। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
যমুনা ইলেকট্রনিকসের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলী
যমুনা ইলেকট্রনিকসের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলী
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত