X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সেরেনায় আত্মবিশ্বাসী কোচ মোরাতোগলু

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০১৮, ১৫:৫৭আপডেট : ১৫ মে ২০১৮, ১৬:৪১

সেরেনা উইলিয়ামস ২০১৬ সালের পর ফ্রেঞ্চ ওপেন খেলা হয়নি সেরেনা উইলিয়ামসের। সন্তানের জন্মের পর কোর্টে ফিরেছেন তড়িঘড়ি করে। কিন্তু চিরচেনা সেরেনার সেই ক্ষিপ্রতার দেখা মিলছে না কোর্টে। তার কোচ প্যাট্রিক মোরাতোগলু অবশ্য বলছেন আসন্ন ফ্রেঞ্চ ওপেনে স্বরূপেই দেখা যাবে যুক্তরাষ্ট্রের  এই তারকাকে! 

তার ফেরা নিয়ে এমন আত্মবিশ্বাসের কারণও আছে প্যাট্রিক মোরাতোগলুর। বেশি মনোযোগী হতে এই মাসে মাদ্রিদ ও রোম ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। লক্ষ্য শুধু ২৭ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন। যদিও পুরো ফর্মে ফিরতে না পারায় তার ফ্রেঞ্চ ওপেন খেলা নিয়েও রয়েছে সংশয়।  

সেরেনার কোচ অবশ্য সংশয়বাদীদের দলে নন, ‘সে কিন্তু কঠোর পরিশ্রম করছে। সব জায়গায় পরিশ্রম যত দ্রুত সম্ভব সে করছে। আমি আত্মবিশ্বাসী, একই সঙ্গে তার প্রস্তুতিতেও সন্তুষ্ট। আশা করছি সে ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারবে।’

সন্তানের জন্মদানের ছয় মাস পর ডাব্লিউটিএর ট্যুর ম্যাচে খেলা শুরু করেন মার্চে। এত দ্রুত ফেরার পর নিজের ছন্দ ফিরে পেতে সংগ্রাম করেছেন বেশ কয়েকবার। ইন্ডিয়ান ওয়েলসে তৃতীয় রাউন্ডে নিজের বোন ভেনাসের কাছেও হেরে গেছেন। মিয়ামি ওপেনের প্রথম রাউন্ডেও ছিল ব্যর্থতা। এই অবস্থায় সেরেনার কোচ মনে করছেন, আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে ফিরবেন তার শিষ্যা।  তার কোচ সেই সম্ভাবনার কথাই বলেছেন, ‘সেরেনা সত্যিই দ্রুত ফিরে এসেছে। আমিও বলছি সে এখনও পুরোপুরি প্রস্তুত নয়। তবে তার প্রতিযোগিতার ঝাঁজটা পাওয়া দরকার। আর সেই কারণেই খেলতে সে প্রস্তুত। আমি মনে করি সে যে কোনও কিছু অর্জন করতে পারবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?