X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্ত হয়ে ক্ষমা চাইলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২০, ২২:৫৭আপডেট : ২৩ জুন ২০২০, ২৩:১৪

ছবি: রয়টার্স প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজক তিনি নিজেই। বুলগেরিয়ান তারকা গ্রিগর দিমিত্রভের শরীরে কোভিড-১৯ রোগ ধরা পড়ার পর তাকে নিয়ে সমালোচনাও চলছিল খুব। এবার সেই নোভাক জোকোভিচ নিজেই আক্রান্ত হলেন করোনাভাইরাসে। যেহেতু তার আয়োজিত টুর্নামেন্ট থেকে করোনা ছড়িয়ে পড়েছে টেনিসে, তাই আক্রান্ত হওয়ার পর ক্ষমা চাইলেন ছেলেদের এককের নাম্বার ওয়ান।

সার্বিয়া ও ক্রোয়েশিয়ায় প্রদর্শনী টুর্নামেন্টের আয়োজন করেছেন জোকোভিচ। করোনার কারণে লম্বা সময় সব খেলোয়াড় কোর্টের বাইরে থাকায় তাদের ফিটনেস ও ক্ষতিগ্রস্তদের অর্থ জোগানে তার এই উদ্যোগ। কিন্তু হিতে যে বিপরীত হবে, সেটা হয়তো ভাবেননি সার্বিয়ান তারকা। অদ্রিয়া ট্যুর নামের এই প্রতিযোগিতায় খেলেই করোনায় আক্রান্ত হন দিমিত্রভ, এরপর আক্রান্ত হয়েছেন ক্রোয়েশিয়ার বোর্না কোরিচ ও ভিক্তর ত্রোইচি।

এবার জোকোভিচ নিজেই আক্রান্ত করোনায়। আজ (মঙ্গলবার) নিজেই নিশ্চিত করেছেন খবরটি, ‘বেলগ্রেডে পৌঁছার পরপরই করোনা পরীক্ষা করেছি। আমার ফল পজিটিভ এসেছে, আমার স্ত্রী ইয়েলানারও পজিটিভ এসেছে। তবে আমাদের সন্তানের ফল নেগেটিভ।’

টেনিসে করোনা ছড়িয়ে যাওয়ার পেছনে দায়ী ভাবা হচ্ছে জোকোভিচকে। যেহেতু তার উদ্যোগেই লম্বা সময় পর কোর্টে ফিরেছিলেন খেলোয়াড়রা। জোকোভিচ নিজেও ভুল বুঝতে পারছেন, ‘যারা আক্রান্ত হয়েছেন, তাদের কাছে সত্যিই আমি ক্ষমা চাইছি। আশা করছি কারও শারীরিক অবস্থা বেশি খারাপ হবে না এবং সবাই ভালো হয়ে উঠবেন। আগামী ১৪ দিন আমি স্বেচ্ছায় আলাদা থাকবো এবং পাঁচ দিন পর আবার পরীক্ষা করাবো।’

জোকোভিচ করোনায় আক্রান্ত হওয়ার পর অদ্রিয়া ট্যুরের সব ইভেন্ট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ইউএস ওপেন আয়োজন নিয়েও শঙ্কা জন্মেছে। দিনকয়েক আগে সবুজ সংকেত মিলেছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম আয়োজনের। ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর ফাঁকা স্টেডিয়ামে হওয়ার কথা প্রতিযোগিতাটি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
আসছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও জাপান
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিআসছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও জাপান
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ