X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শ্রীলঙ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৭ মার্চ ২০১৭, ১৯:০৯আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৯:০৯

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শ্রীলঙ্কার সিরিজে টিকে থাকতে হলে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে শ্রীলঙ্কাকে। বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপক্ষে প্রতিরোধ গড়তে এরই মধ্যে স্কোয়াডে আরও দুইজন পেস বোলার অন্তর্ভুক্ত করেছে তারা। সব মিলিয়ে চাপে থাকলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যায় লঙ্কান ম্যানেজার অশাঙ্কা গুরুসিংহের।

খেলোয়াড়রা প্রস্তুত জানালেন দলের এ কর্মকর্তা, ‘আমাদের চেয়ে বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে থেকে মাঠে নামবে। তারপরও আমাদের ছেলেরা প্রস্তুত। পরিকল্পনাগুলো ঠিকমতো কাজে লাগাতে পারলে আশা করি ম্যাচটি জিততে পারব। আমরা ব্যক্তিগত নৈপুণ্যের দিকে তাকিয়ে আছি। ছেলেরা খাটছে। আশা করি কালকের (মঙ্গলবার) ম্যাচে সবাই মনোযোগ ধরে রাখতে পারবে।’

প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাঠায় লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা। কিন্তু আগে বোলিং করে সুবিধা আদায় করে নিতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে টস কতটা গুরুত্বপূর্ণ এমন প্রশ্নে গুরুসিংহে বলেছেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের খেলোয়াড়রা কোনটা থেকে সুবিধা আদায় করে নিতে পারে। শেষ ম্যাচে আমরা টস জিতে আগে বোলিং করেও সুবিধা আদায় করে নিতে পারিনি। সুতরাং টস জয়টা সব সময় গুরুত্বপূর্ণ নাও হতে পারে! তবে ছেলেরা আগামীকালকের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। আশা করি সবাই তাদের পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে পারবে। টস জিতলে সেটা আমাদের জন্য ভালোই হবে।’

গল টেস্ট থেক শুরু করে এখন পর্যন্ত শ্রীলঙ্কা ফিল্ডিংয়ে বাংলাদেশের চেয়ে অনেকখানি পিছিয়ে। এই বিভাগে পিছিয়ে থাকার কারণেই বাংলাদেশর বিপক্ষে প্রতিরোধ গড়তে পারছে না তারা। আগামী ম্যাচে এই বিভাগে সমস্যা কাটিয়ে উঠার প্রত্যয় ব্যক্ত করেছেন গুরুসিংহে, ‘এই জায়গায় আমাদের ব্যর্থতাই মূলত ম্যাচ হারের কারণ। সীমিত ওভারের খেলায় ফিল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। একটি বাজে ফিল্ডিং মুহূর্তটা পাল্টে দেয়। আশা করি পরের ম্যাচে এই জায়গায় আামদের উন্নতিটা সবার চোখে পড়বে।’

লঙ্কান এই ম্যানেজার বাংলাদেশকে এগিয়ে রাখছেন। তার মতে দলটির ৭ থেকে ৮ জন খেলোয়াড় একসঙ্গে অনেকদিন ধরে খেলেছেন, যেটা ইতিবাচক, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবেই। তারা অভিজ্ঞ দল। এই দলে ১০০ ওয়ানডে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে। তারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এছাড়া বেশ কয়েকজন ক্রিকেটার আছে, যারা ৭ থেকে ৮ বছর ধরে খেলছেন। তাই তাদের মধ্যে বোঝাপোড়াটা ভালো।’

তিনি আরও যোগ করেছেন, ‘অন্যদিকে শ্রীলঙ্কা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও এটাকে কারণ হিসেবে দাঁড় করানো উচিত নয়।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?