X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘অভিজ্ঞতার কারণে এগিয়ে বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৭ মার্চ ২০১৭, ২০:৩৮আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২০:৩৮

সনাৎ জয়াসুরিয়া ম্যাচের আগের দিন সকাল সকাল অনুশীলনে হাজির শ্রীলঙ্কার ক্রিকেটাররা। চোখে মুখে তাদের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। খেলোয়াড়দের অনুশীলন দেখতে হাজির শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া। পুরো অনুশীলন সেশনটা মনোযোগ সহকারে দেখলেন তিনি। দলের খারাপ পরিস্থিতিতে চিন্তামগ্ন থাকাটাই স্বাভাবিক। দক্ষিণ আফ্রিকায় ভরাডুবির পর এখন বাংলাদেশের বিপক্ষে কোনও প্রতিরোধ গড়তে পারছে না লঙ্কানরা।

স্থানীয় এক দৈনিক পত্রিকা তো বাংলাদেশের শততম টেস্টে হারের পর লঙ্কান ক্রিকেটের মৃত্যু ঘোষণা করে ফেলেছে। সবমিলিয়ে অস্বস্তিতে থাকছে জয়াসুরিয়ার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ‘মাতারা হারিকেন’ মনে করেন অভিজ্ঞতার কারণেই বাংলাদেশের বিপক্ষে প্রতিরোধ গড়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে বাংলাদেশ এখানে এগিয়ে, ‘বাংলাদেশ তিন বিভাগেই ভালো করছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ইতিবাচক ক্রিকেট খেলছে এবং দারুণ মনোভাব রয়েছে। ব্যাটিংয়ে তাদের অভিজ্ঞ ক্রিকেটারা ভালো করছে এবং তারা পরিকল্পনা সাজাতে পারছে। সেগুলো বাস্তবায়ন করছে। এ কারণে টপ অর্ডারের চার ব্যাটসম্যান রান পাচ্ছে। এটাই সাফল্যের মূল চাবিকাঠি।’

ম্যাচ জিততে গেলে টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে বললেন জয়াসুরিয়া। শুধু তাই নয়, গত কিছুদিন ধরে যেভাবে ফিল্ডিং এবং বোলিং করছে শ্রীলঙ্কা, সেখানে থেকে বের হয়ে আসতে হবে বলে মনে করেন তিনি, ‘বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানের মতো আমাদেরকে টপ অর্ডারদের একই কাজ করতে হবে। প্রতিটি দলই চাইবে তাদের শীর্ষ চারের ব্যাটসম্যান রান করুক।’

দুই দলের মধ্যে মৌলিক পার্থক্য কোথায় জানতে চাইলে জয়াসুরিয়া বলেছেন, ‘আমরা স্কোরবোর্ডে পর্যাপ্ত রান করতে পারছি না। বাংলাদেশ এটা করতে পারছে। আমরা পারছি না। আমরা যদি স্কোরবোর্ডে রান করতে পারি তাহলে কোনও পার্থক্য থাকবে না। একই সঙ্গে আমাদেরকে বোলিং এবং ফিল্ডিংয়ে ভালো করতে হবে।’

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। লড়াইয়ে নামার আগে নিশ্চিতভাবে চাপে থাকছে শ্রীলঙ্কা। সেই সঙ্গে চাপে থাকবেন লঙ্কান এই নির্বাচকও। যদিও তিনি বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন, ‘আমরা চাপ নিয়েই মাঠে নামব। এই মুহূর্তে আমরা পালাবদলের মধ্য দিয়ে সময় পার করছি। আমরা শেষ সাত-আটমাস আমাদের তরুণ ক্রিকেটারদের বের হয়ে নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের সিনিয়র ক্রিকেটাররা অবসরে গেছে। তাই এই মুহূর্তে একটু উঠা-নামা হতেই পারে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী