X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিপিও সামিটে যাত্রা শুরু করলো ‘সেবা’

মাহবুবুর রহমান
২৯ জুলাই ২০১৬, ১৮:২৬আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৮:২৬

২৮-২৯ জুলাই বিপিও সামিট

যাত্রা শুরু করল অনলাইন সেবাদানকারী ওয়েব সাইট সেবা ডট এক্সওয়াইজেড (www.sheba.xyz)। অনলাইন সেবা প্ল্যাটফর্মের যাত্রা শুরুর মাধ্যমে হোম ডেলিভারি সেবায় যুক্ত হলো আরও একটি নতুন মাত্রা। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে চলমান বিপিও সামিটের শেষ দিনে ওয়েব সাইটটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সুপুন বীরাসিংহে, ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার ও বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ। ওয়েবসাইট ও অ্যাপের পাশাপাশি কল সেন্টারের মাধ্যমেও সেবা প্রদান করবে এই অনলাইন প্ল্যাটফরমটি।

সেবা

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় সেবা ডট এক্সওয়াইজেড সমাজের নিত্য প্রয়োজনকে বিবেচনায় রেখে মৌলিক ও দৈনন্দিন সেবা সরবরাহ করতে কাজ করছে। বাংলাদেশে সেবা ডট এক্সওয়াইজেড হলো এমন একটি ভার্চুয়াল সেবাদানকারী ওয়েবসাইট যা বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সেবা প্রদানকারীদের সংযোগ ঘটাবে। ইলেক্ট্রিক্যাল, পানির পাইপলাইন, তালা মেরামত, গ্যাসের চুলা, লন্ড্রি, জুতাসহ এসি, টিভি, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন মেরামত করার মত সেবা পাওয়া যাবে সেবা ডট এক্সওয়াইজেডে। বাড়ি সংস্কারে কিংবা পছন্দমত আসবাবপত্র তৈরিতে দক্ষ কাঠমিস্ত্রি ও রঙমিস্ত্রির সঙ্গে যোগাযোগ ও যোগান সুবিধাও পাওয়া যাবে এই সাইটে। এমনকি ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও স্মার্টফোন মেরামতেও সেবা ডট একওয়াইজেডের ওপর নির্ভর করতে পারবেন গ্রাহকরা।

এই ডিজিটাল সেবা সরবরাহকারী প্লাটফরমের টেলিযোগাযোগ অংশীদার মোবাইলফোন অপারেটর রবি। গ্রাহককেন্দ্রিক ধন্যবাদ কর্মসূচির আওতায় অপারেটরটি এই গেম চেঞ্জিং প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত হয়েছে। রবির গ্রহকরা সেবা ডট এক্সওয়াইজেডর সব ধরনের সেবায় ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। সেবা ডট এক্সওয়াইজেড সমাজের নিত্য প্রয়োজনকে বিবেচনায় রেখে মৌলিক ও দৈনন্দিন সেবা সরবরাহ করতে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও জানানো হয়, যেখানে আমাদের অধিকাংশই চাকরিজীবী সেখানে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য-সামগ্রী কেনাকাটা একটি ঝামেলাপূর্ণ কাজ যেটি সেবা ডট এক্সওয়াইজেড পোর্টালটি পূরণ করে থাকে।

সপ্তাহের যেকোনও দিনে অত্যন্ত কম মূল্যে গ্রাহকদের নিত্য প্রয়োজণীয় সেবা প্রদান করতে পোর্টালটির সাত শতাধিক কর্মী নিয়োজিত রয়েছে।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: বিপিও খাতে চাকরি পেতে ২১ হাজার আবেদন



সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী