X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘সিডস ফর দ্য ফিউচার’ খুঁজতে চীনে জমকালো আয়োজন

হিটলার এ. হালিম, শেনঝেন, চীন থেকে
০৩ নভেম্বর ২০১৬, ১৭:৫১আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৭:৫৬





সিডস ফর দ্য ফিউচার-২০১৬ প্রতিযোগিতায় বাংলাদেশি দল আগামী দিনের প্রযুক্তির তারকা খুঁজতে চীনের শেনঝেনে বসেছে ‘সিডস ফর দ্য ফিউচার-২০১৬’ আয়োজন। বিশ্বের ৪৫টি দেশের আঞ্চলিক প্রতিযোগিতার বিজয়ীরা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। এই আয়োজনে এবার নিয়ে টানা তিনবার অংশ নিল বাংলাদেশ। বাংলাদেশের ১০ জন বিজয়ী (৫টি দলের) এবার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
প্রসঙ্গত, শেনঝেনে বছরব্যাপী এই প্রতিযোগিতা তথা চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এবার একসঙ্গে বাংলাদেশ, হাঙ্গেরি ও এল সালভাদরের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
বাংলাদেশ পর্বের বিজয়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দুটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ও চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি দল হুয়াওয়ে আয়োজিত চূড়ান্ত বিজয়ীরা অংশ নিচ্ছেন। ‘সিডস ফর দ্য ফিউচার-২০১৬’ প্রকল্পের ঢাকা পর্বের বিজয়ীরা এ উপলক্ষে গত ২২ অক্টোবর তারা চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ২৪ অক্টোর থেকে বেইজিং থেকে শুরু হয় প্রতিযোগিতা।
প্রতিযোগিতা সম্পর্কে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন বিভাগের প্রধান মো. আহসান রাজিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি হুয়াওয়ের একটি সামাজিক উদ্যোগ। এই উদ্যোগের মূল পর্ব অনুষ্ঠিত হয় হুয়াওয়ের প্রধান কার্যালয় শেনঝেনে। মূলত যারা প্রযুক্তি পেশায় প্রবেশ করবেন, তাদের প্রযুক্তি পেশার পরিবেশ সম্পর্কে ধারণা দিতেই এই উদ্যোগ। বিশ্বকে দেখিয়ে দেওয়া যে, আমরা কারও চেয়ে কোনও অংশে কম নই, কোথাও পিছিয়ে নেই।’
বিজয়ী দলগুলোর সদস্যরা গত ২৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত চীনে হুয়াওয়ের প্রধান কার্যালয়সহ অন্যান্য কার্যালয় ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। তথ্যপ্রযুক্তি খাতের যুগান্তকারী উদ্ভাবন, উন্নয়ন ও অগ্রগতি ঘুরে দেখার মাধ্যমে বিজয়ীরা অনেক কিছু শিখতে পারবে। বেশিরভাগ বিজয়ী নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। এই প্রযুক্তি বিষয়ক কর্মসূচিটি বিজয়ীদের ভবিষ্যৎ প্রতিযোগিতার জন্য তৈরি হতে হতে সহায়তা করবে বলে মনে করে হুয়াওয়ে।
সফরের প্রথম পর্বে শিক্ষার্থীদের বেইজিং-এ অবস্থিত বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা হুয়াওয়ে থেকে হাতে-কলমে প্রযুক্তিগত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান। শিক্ষার্থীরা চীনের শেনঝেনে হুয়াওয়ের প্রধান কার্যালয় সফর করছেন। সেখানে তারা হুয়াওয়ের সংস্কৃতি, কাজের ধরন, পরিবেশ, কৌশল ও গুরুত্ব বুঝতে সক্ষম হবেন। এছাড়া হুয়াওয়ের স্টেট-অব-দ্য-আর্ট গবেষণা ও উন্নয়ন সেন্টার এবং ফ্যাক্টরি ঘুরে দেখারও সুযোগ পাচ্ছেন। যেখানে হুয়াওয়ের অভিজ্ঞ প্রকৌশলীদের সঙ্গে মিলে আইসিটি ও সলিউশন বিয়ষক প্রশিক্ষণ নিতে পারছেন।
বিশ্বের ৪৫টি দেশের তরুণ-মেধাবীদের অংশগ্রহণের মাধ্যমে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ সিএসআর প্রকল্প ‘সিডস ফর দ্য ফিউচার’ কর্মসূচি পরিচালনা করা হয়। বিগত দুই বছর ধরে হুয়াওয়ে বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং এ বছর মিলিয়ে টানা তৃতীয়বারের মতো অংশ নিল হুয়াওয়ে বাংলাদেশ।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম