X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাপী ‘অনলাইনে’ ছাড়ের ঢেউ বাংলাদেশে

রুশো রহমান
১৫ নভেম্বর ২০১৬, ১৮:১৬আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৯:০৪

 

সিঙ্গেলস ডে

এই তো সেদিনের কথা। চীনের বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডট কম ঘোষণা করেছিল সিঙ্গেলস ডে। চলতি মাসের ১১ তারিখে চীনের  নাগরিকদের জন্য বিশাল ছাড়ের হুলস্থূল অফার ঘোষণা করে ই-কমার্স প্রতিষ্ঠানটি। অফারটি চালুর প্রথম এক ঘণ্টায় ‘৫ বিলিয়ন’ ডলারের পণ্য বিক্রি হয় সাইট থেকে। সারাদিনে বিক্রির পরিমাণ ছাড়িয়ে যায় ‘১৪ বিলিয়ন’ ডলার। আলিবাবার ঘোষিত সিঙ্গেলস ডে দিনটির জন্য প্রতিবছর চীনের জনগণ মুখিয়ে থাকে। প্রায় একইরকম ঘটনা ফি বছর ঘটে যুক্তরাষ্ট্র ও ই্‌উরোপের দেশগুলোতে। বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান নভেম্বর মাসের শেষ শুক্রবার আয়োজন করে ব্ল্যাক ফ্রাইডের। এদিন ছাড়ের মেলা বসে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ই-কমার্স সাইটগুলোতে। আর এসবই করা হয় ই-কমার্স খাতের প্রসারে। একদিনের জন্য হলেও ই-কমার্স মানুষের মুখে মুখে ফিরতে শুরু করে। আয়োজনটাই হয়ে ওঠে জমজমাট।

জানা গেল, গত শুক্রবার চীনে অনলাইন মাধ্যমে বিক্রির জন্য ছাড়া হয়েছিল শাওমির নতুন স্মার্টফোন রেডমি নোট ৪এ। একদিনে ১০ লাখ পিস বিক্রি হয়েছে, যার মোট দাম ১ হাজার ২০০ কোটি চীনা ইউয়ানের বেশি।

আমেরিকা, ইউরোপ ও চীনের এই ঢেউ বাংলাদেশেও এসে পড়েছে। গত বছর দু’য়েক ধরে বাংলাদেশেও একাধিক বিদেশি মালিকানাধীন ই-কমার্স সাইট বিশেষ দিবসে বিশেষ আয়োজন করে থাকে। মূলত এই সবই ছাড়ের মেলা। ‘ফাটাফাটি ফ্রাইডে’ বা ‘ব্ল্যাক ফ্রাইডে’ নাম দিয়ে চালু করেছিল এই আয়োজন। যদিও সেসবের মধ্যে একাধিক প্রতিষ্ঠান অর্ডার অনুযায়ী গ্রাহককে পণ্য সরবরাহ করতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কারণ তারা তাদের সক্ষমতার চেয়েও বেশি পণ্যের অর্ডার নিয়ে সরবরাহ করতে পারেনি। এবারও জানা যাচ্ছে একাধিক দেশি ই-কমার্স প্রতিষ্ঠান বিশেষ দিবসকে সামনে রেখে বিশাল ছাড়ের মেলা নিয়ে আসতে যাচ্ছে।

এরই মধ্যে প্রায় ১০ হাজার পণ্য নিয়ে বিশেষ ছাড় তথা ক্যাশব্যাক উইক চালু করেছে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিল। ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে প্রায় ১০ হাজার আইটেমের পণ্য কেনা যাচ্ছে এই ই-কমার্স সাইট থেকে। শীতের পোশাক, জামা, জুতা, প্রশাধন সামগ্রী, ইলেকক্ট্রনিক পণ্য, গৃহস্থালী পণ্য, মোবাইলফোন, গ্যাজেটস, গহনা, টুলস, ব্যাকপ্যাক, স্মার্ট ঘড়ি, কিচেন এবং ডাইনিং পণ্য, বেডশিটসহ ১০ হাজার পণ্য থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দেরটি। এতে আরও রয়েছে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের পণ্য সামগ্রী। আজকের ডিল কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্যাশব্যাক পেতে হলে পণ্যর দাম পরিশোধ করতে হবে বিকাশ ও বিভিন্ন কার্ডের মাধ্যমে।

আজকের ডিল

এ প্রসঙ্গে জানতে চাইলে আজকের ডিল ডট কমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, অনলাইনে কেনাকাটাকে জনপ্রিয় করতে বছরের একটা নির্দিষ্ট সময়কে বেছে নেওয়া হয়। আমরা বেছে নিয়েছি ১৩ থেকে ১৯ নভেম্বর, এই এক সপ্তাহ। তিনি জানান, আজকের ডিল যে ১০ হাজার পণ্যে ছাড় ঘোষণা করেছে সেই দামে ক্রেতারা দোকান বা শপিং মল থেকে কেনার কথা কখনো চিন্তাও করতে পারবে না। দেশে এতো বিরাট অংকের ক্যাশব্যাক অফার আর কোনও প্রতিষ্ঠান অতীতে কখনও দেয়নি। তিনি বলেন, ১৩ তারিখ থেকে শুরু হওয়া এই প্রমোশনাল অফারে ইতিমধ্যে প্রচুর সাড়া পড়েছে, অনেক পণ্যের স্টকও শেষ হয়ে গেছে ইতিমধ্যে। তিনি বলেন, এটা এই ধরনের ছাড়ের বিশেষ ইভেন্ট ই-কমার্স মার্কেট প্রসারে বিশ্বব্যাপী স্বীকৃত একটি পন্থা। আমাদের দেশে এটি সবে শুরু হয়েছে, ভবিষ্যতে এরকম আরও হবে এবং এটি ই-কমার্স মার্কেট বাড়াতে বড় ধরনের সাহায্য করবে।

এদিকে আরেকটি দেশীয় ই-কমার্স সাইট প্রিয়শপ ডট কমের প্রধান নির্বাহী আশিকুল আলম খাঁন জানান, তার অনলাইন স্টোরে প্রায় ২৮ হাজার আইটেমের পণ্য রয়েছে। এসব পণ্য নিয়ে তিনি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরের ১ থেকে ১৫ তারিখ পর‌্যন্ত একটি বিশেষ আয়োজন করতে যাচ্ছেন।

প্রিয়শপ

সেই আয়োজনও একটি বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে তবে সেই আয়োজনে ই-কমার্স সার্ভিসকে হাইলাইট করতে চান। তিনি বলেন, আমাদের বাজার এখনও তৈরি নয়, ম্যাচিউরড হয়নি। এখনও সবাই ঠিক মতো বোঝে না। এ কারণে ই-কমার্স কি এবং এর সার্ভি নিয়ে তিনি একটি বিশেষ আয়োজনে যেতে চান বলে জানালেন।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: ৬০ সেকেন্ডে হ্যাক গুগল ফোন!

 

    

সম্পর্কিত
সর্বশেষ খবর
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
পূর্বাচল-ঝিলমিল বসবাসের উপযোগী না হওয়ায় সংসদীয় কমিটির অসন্তোষ
পূর্বাচল-ঝিলমিল বসবাসের উপযোগী না হওয়ায় সংসদীয় কমিটির অসন্তোষ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে