X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত দ্রুত এগিয়ে যাচ্ছে’

মাহবুবুর রহমান
৩০ নভেম্বর ২০১৭, ১৯:৪৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৯:৪৩

গবেষণাপত্র হাতে অতিথিরা বাংলাদেশের আইটি-আইটিইএসের স্থানীয় খাত নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান এভারেস্ট গ্রুপের একটি গবেষণাপত্রের নানা দিক তুলে ধরতে বৃহস্পতিবার রাজধানীর জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। মূলত আজই (৩০ নভেম্বর) এই গবেষণাপত্রটি প্রকাশ করা হলো। বাংলাদেশের বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার তথ্য বিশ্লেষণ করে ‘গবেষণা’ করে এভারেস্ট গ্রুপ। দেশের ইতিবাচক দিকগুলোই গবেষণাপত্রে উঠে এসেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত দ্রুত এগিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, প্রতিবেদনে যে বিষয়গুলো উঠে এসেছে তা আমাদের উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগবে পাশাপাশি এটি বিনিয়োগকারীদের কাছে দেশের ভাবমূর্তি বাড়াবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় আইটি-আইটিইএস খাতে নয় হাজার কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। ২০২৫ সাল নাগাদ তা প্রায় ৪৮০ কোটি মার্কিন ডলারে পৌঁছবে। বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও আফ্রিকার দেশগুলোতে আইটি-আইটিএস সেবা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। পাশাপাশি গবেষণাপত্রটি বিভিন্ন মাধ্যমে সবার কাছে পৌঁছানোরও ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দক্ষ কর্মী তৈরিতে প্রচুর আগ্রহ রয়েছে যা দেশটিকে আরও সামনের দিকে এগিয়ে নিচ্ছে। বিনোয়গকারীদের উদ্দেশ্যে খুব জোরালোভাবেই প্রতিবেদটিতে কম খরচে ব্যবসা এবং দক্ষ কর্মী পাওয়ার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এভারেস্ট গ্রুপের কর্মকর্তারাসহ আরও অনেকে।
 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার