X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ হতে পারে মার্চের শেষ সপ্তাহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৭, ২০:৫০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২১:০৪

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর উৎক্ষেপণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে মহাকাশে পাঠানো হতে পারে। দিনক্ষণ চূড়ান্ত হলে মধ্য মার্চে তা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর উৎক্ষেপণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন। সূত্র জানায়, ওই সভায় স্যাটেলাইটের উৎক্ষেপণ, এর বিভিন্ন কারিগরি দিক, দেশব্যাপী প্রচার-প্রচারণাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। সভায় টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কমিশনার এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্যমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা সূত্র জানায়, ‘লাস্ট উইক অব মার্চ’ (মার্চের শেষ সপ্তাহে) স্যাটেলাইট উৎক্ষেপণ হতে পারে। সবই সম্ভাব্য তারিখ। বাংলাদেশ স্লট বা উৎক্ষেপণের তারিখ পেলে ওই তারিখের ১০-১৫ দিন আগে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার সেই তারিখ জানিয়ে দেবে। সূত্র আরও জানায়, স্লট পেলেই ফ্রান্স থেকে বিশেষ বিমানে স্যাটেলাইট যাবে যুক্তরাষ্ট্রে। আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে এরকম মিটিং আরও হবে।
স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে সারাদেশে যেন উৎসবমুখর পরিবেশ বিরাজ করে সেজন্য সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে জানিয়েছে ওই সূত্র। আরও জানা গেছে, স্যাটেলাইটের উৎক্ষেপণ অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী উৎক্ষেপণ পর্ব উদ্বোধন করতে পারেন বলে ওই সূত্র জানায়। এছাড়া উৎক্ষেপণ স্থলেও বাংলাদেশের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবে। ওই প্রতিনিধি দল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ পার্টের সঙ্গে যুক্ত থাকবে।
এর আগে, গত ২৯ নভেম্বর বিটিআরসিতে আয়োজিত এক অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ বলেছিলেন, দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ আগামী মার্চে মাসে মহাকাশে পাঠানো হতে পারে। স্যাটেলাইটটির নির্মাণ কাজ শেষ হয়েছে। আমরা গত সপ্তাহে এটি দেখে ও স্পর্শ করে এসেছি। আগামী বছরের মার্চ মাসে এটি উৎক্ষেপণ করা যাবে— এমন ধারণার কথা জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান জানান, যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হবে। সেখানে অনেকগুলো স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য জমা আছে। যে কারণে এটি উৎক্ষেপণ করতে একটু সময় লাগছে।

/এইচএএইচ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম