X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কান্ট্রি ব্র্যান্ডিংয়ে ভূমিকা রাখবে অগমেডিক্স: পলক

টেক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫১

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুনাইদ আহমেদ পলক স্কাইপ বলতে এস্তোনিয়া বা নকিয়া বলতে যেমন ফিনল্যান্ডের নাম বিশ্বজুড়ে সমধিক পরিচিত ঠিক একইভাবে বাংলাদেশ কান্ট্রি ব্র্যান্ডিংয়ে ভূমিকা রাখবে স্টার্টআপ কোম্পানি অগমেডিক্স।
মঙ্গলবার গুলশানে চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশি প্রযুক্তি সমাধান উদ্যোগ অগমেডিক্সের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শহর সিলিকন ভ্যালিভিত্তিক বিনিয়োগকারী সংগঠন রেডমাইলের ব্যবস্থাপনা পরিচালক জেরার্ড ভ্যান হ্যামেল প্লেইটরিংক, অগমেডিক্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইয়ান শাকিলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ইতিমধ্যে রেডমাইলনামক আমেরিকান প্রতিষ্ঠানটি দশ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে দূরসেবাভিত্তিক এই স্ক্রাইবিং উদ্যোগে। অগমেডিক্স যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশি স্টেটে প্রাইমারি কেয়ার ডক্টর, স্পেশালিস্ট ও সার্জনদের সেবা দিয়ে আসছে; যারা প্রতিদিন প্রায় ৫ হাজার রোগী দেখেন। বাংলাদেশে এ কার্যক্রম পরিদর্শনে ঢাকায় অগমেডিক্স প্রধান কার্যালয়ে আসেন জেরার্ড ভ্যান হ্যামেল প্লেইটরিংক।
ইয়ান শাকিল বলেন, অধিকতর উন্নতসেবা প্রদানের জন্য প্রতিষ্ঠানটি কৃত্রিমবুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে যা সেবা গ্রহণকারীদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে।
২০১৬ সালে বাংলাদেশ সরকার অগমেডিক্স প্রধান কার্যালয়কে সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবে ঘোষণা করেন। আগামীদিনে এখানে আরও কয়েকশ’ প্রকৌশলী এবং কয়েক হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, প্রতি বছর অগমেডিক্সে নতুন কর্মস্থানের মাধ্যমে সরকারের ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পাশে থাকতে চাই।

প্রসঙ্গত, বাংলাদেশি বশোদ্ভূত ইয়ান শাকিল ২০১২ সালে প্রযুক্তি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন যেটি বর্তমানে গুগল গ্লাসভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৃহত্তম।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন আছেন মিল্টনের আশ্রমের আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমের আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
কবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা