X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ভাষা নিয়ে সরকারি নির্দেশনা মানার চেষ্টা করছে এফএম রেডিওগুলো

হিটলার এ. হালিম
২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৫২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৯

বেসরকারি এফএম রেডিও স্টেশনগুলোকে শুদ্ধ বাংলা ব্যবহারে নির্দেশনা দেওয়ার পর সেগুলোতে মিশ্র চিত্র দেখা গেছে। অপেক্ষাকৃত পুরনো ও প্রথম সারির রেডিও স্টেশনগুলোতে সরকারি নির্দেশনা মেনে চলার চেষ্টা থাকলেও একেবারে নতুনদের অবস্থা আগের মতোই।

এফএম রেডিও স্টেশন (ফাইল ছবি) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মূলত শ্রোতা হারানোর আশঙ্কায় সরকারি নির্দেশনা পুরোপুরি মানা হচ্ছে না এফএম রেডিও স্টেশনগুলোতে। পাশাপাশি একটি পক্ষ বলছে, এজেন্সিগুলোর চাপেও (বিজ্ঞাপনী সংস্থা) অনেক সময় চাহিদামাফিক অনুষ্ঠান নির্মাণ করতে হয়। মূলত এসব কারণেই এফএম রেডিওতে ‘বাংলিশ’ বা ‘বাংরেজি’ চর্চা অবাধে হচ্ছে। একাধিক এফএম রেডিও স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এফএম বেতার মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বাঙালিয়ানা চর্চা করুন। জগাখিচুড়ি ভাষা বা বাংলিশ বর্জন করুন। দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে ভূমিকা রাখুন। বাংলার সঙ্গে বিদেশি ভাষার মিশ্রণ ও বিকৃতি যাতে গণমাধ্যমে পরিবেশিত না হয় সে বিষয়ে আদালতের নির্দেশ পূর্ণভাবে পালিত হতে হবে।’

এর আগে জানুয়ারি মাসে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম স্বাক্ষরিত এক চিঠিতে রেডিও স্টেশনগুলোকে শুদ্ধ বাংলা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। সে বিষয়ে তারানা হালিম বলেন, ‘বাংলা ও ইংরেজি মিলিয়ে যে বাংরেজি ভাষা তৈরি হয়েছে, সেটি বন্ধ করতে বলেছি। বিভিন্ন রেডিও স্টেশনের বেশ কিছু অনুষ্ঠানে আই নো, ইউ নো টাইপের শব্দ দিয়ে আধা ইংরেজি আধা বাংলা বলা হয়, যা বন্ধ হওয়া দরকার।’

‘ঢাকা এফএম’ ও ‘রেডিও আম্বার’-এর প্রধান নির্বাহী আমিনুল হাকিম বলেন, ‘আমরা চেষ্টা করছি ইংরেজি হলে ইংরেজি, বাংলা হলে বাংলায় বলার।’ ভাষার মাসে অনেকটাই সফল হয়েছেন দাবি করে তিনি বলেন, ‘ভাষা নিয়ে সরকারের নির্দেশনা পেয়েছি, সেগুলো মেনে চলার চেষ্টা চলছে।’

তবে তিনি আশঙ্কা করে বলেন, ‘একদিন হয়তো আবার যা ছিল তাই হয়ে যাবে। কারণ, এফএম রেডিওর শ্রোতাদের বেশিরভাগই হলো তরুণ। তারা যা চায়, যেভাবে চায়, সেভাবেই অনুষ্ঠান সাজাতে হয়। তা না হলে তারা রেডিও থেকে মুখ ফিরিয়ে নিতে পারে।’

দেশে রেডিও স্টেশন বিশেষ করে এফএম রেডিও স্টেশনগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভাষা বিকৃতির অভিযোগ ছিল। বাংলাকে ইংরেজির মতো করে বলা বা ইংরেজিকে অদ্ভুতভাবে বলা হতো। এছাড়া শ্রুতি মধুরতার অভাব এবং উচ্চারণে ত্রুটি, অনেক ক্ষেত্রে প্রচ্ছন্নভাবে অশ্লীল একটা ব্যাপার শ্রোতামহলে দীর্ঘদিন ধরে অস্বস্তি তৈরি করলেও রেডিও স্টেশনগুলো সেসব গা করছিলো না। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের ওই নির্দেশনার পরে রেডিও সংশ্লিষ্টরা নড়ে বসেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

রেডিও টুডে’র হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট ও রেডিও জকি (আরজে) টুটুল বাংলা ট্রিবিউনকে জানান, এই নির্দেশনা মূলত যারা অশুদ্ধ উচ্চারণে বাংলা ও ইংরেজি বলে তাদের জন্য। রেডিও টুডে শুদ্ধভাবে ভাষা ব্যবহারের চেষ্টা করে। তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই অনাহূত ইংরেজি শব্দের বিপক্ষে, ভাষা বিকৃতির বিপক্ষে। বেতারে ভাষা ব্যবহারের ওপর একটা নীতিমালা থাকা জরুরি। আমরা চাই নীতিমালা হোক।’

তিনি আরও বলেন, অদ্ভুত ‘আমরা ভাষার ব্যাপারে সব সময়ই শ্রদ্ধাশীল। সরকার থেকে নির্দেশনা পাওয়ার পরে বড় স্টেশনগুলো নির্দেশনা মানার চেষ্টা করলেও ছোট এবং নতুন স্টেশনগুলো বিষয়টি পাত্তা দিচ্ছে না। তারা এখনও থামেনি, আগের মতোই আছে।’ যারা নির্দেশনা মানবে না তাদের প্রতি কঠোর হওয়ার পরামর্শ দেন এই রেডিও জকি।

নাম প্রকাশ না করার শর্তে অন্য একটি এফএম রেডিও স্টেশনের কর্মকর্তা বলেন, ‘সত্যিকার অর্থে নিউজে কোনও সমস্যা হয় না। সমস্যা যা হয় প্রোগ্রামে। প্রোগ্রামের আরজেরা (রেডিও জকি) যত সমস্যা তৈরি করেন। তারা সরাসরি শ্রোতাদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন বিষয় শেয়ার করেন। মূলত এই সময়েই সমস্যাগুলো তৈরি হয়। আমরাও নির্দেশনা পেয়েছি। নির্দেশনা মেনে অনুষ্ঠান পরিচালনার নির্দেশনা সব বিভাগে দেওয়া হয়েছে। উন্নতি হতে শুরু করেছে।’

‘রেডিও আমার’-এর ‘আমার ভালোবাসা’ অনুষ্ঠানের তামিম হাসান বলেন, “প্রথম থেকেই আমরা বাংলাটা বাংলার মতোই বলি। বাংলিশ বা বাংরেজি করি না। কারণ, আমাদের স্লোগানই হচ্ছে ‘ভয়েস অব বাংলাদেশ’। ফলে ভাষা অন্যভাবে প্রকাশ করার তো কোনও প্রশ্নই আসে না।” নির্দেশনার বিষয়ে তামিম বলেন, ‘নির্দেশনা আমাদের ফলো করতে হচ্ছে না। যারা বাংলিশ বা বাংরেজি বলছে তারাই সরকারি নির্দেশনা মেনে চলার চেষ্টা করছে।’

/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়