X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

শেষ হতে চলেছে ব্ল্যাকবেরি যুগ?

সাদিয়া ইসলাম
৩০ মার্চ ২০১৮, ১৭:৫৩আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৭:৫৩

ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরির সর্বশেষ স্বীকৃত ব্যবহারকারী ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সম্প্রতি আইফোন ব্যবহার শুরু করেছেন। এর মধ্য দিয়ে শেষ হতে চললো বিশ্বের এক সময়ের সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোনের অধ্যায়।
পলিটিকো নামের একটি সংবাদমাধ্যমে বলা হয়, বিশ্বের ক্ষমতাধর ১০ জন ব্যক্তি ব্ল্যাকবেরি ব্যবহার করতেন। এদের অনেকেই এই ফোন ছাড়লেও থেরেসা মে ব্ল্যাকবেরি ব্যবহার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি তিনিও এটা ছেড়ে আইফোন ব্যবহার শুরু করেন।
এখনও হয়তো কোনও কোনও জায়াগায় ব্ল্যাকবেরি রয়েছে। তবে স্বীকৃত কেউ এখন আর এই স্মার্টফোন ব্যবহার করছেন না। থেরেসা মে আইফোন ব্যবহার শুরু করলেও অনেক অ্যাপ ব্যবহার করতে পারবেন না। মূলত নিরাপত্তার জন্যই এই নিষেধাজ্ঞা। নতুন ফোন ব্যবহার প্রসঙ্গে মে বলেন, পরিবর্তন করা খুবই কঠিন। কিন্তু মাঝেমধ্যে নতুন পৃথিবীকেও আলিঙ্গন করে নিতে হয়।
ব্ল্যাকবেরির নির্মাতা কানাডার একটি প্রতিষ্ঠান এই ফোন তৈরি বন্ধ করে দেয় ২০১৬ সালে। বিক্রি কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয় তারা। এরপর কয়েকটি প্রতিষ্ঠানকে একই নামে ফোন তৈরির লাইসেন্স দেয় কানাডিয়ান ওই প্রতিষ্ঠান।
প্রসঙ্গত, ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নিরাপত্তার জন্য তার আইফোন ব্যবহারের অনুমতি নেই। তবে তিনি ব্ল্যাকব্যারি ব্যবহার করতে পারছেন। আর ২০১৭ সালে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার ছাড়তে হয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শেই তাকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার ছাড়তে হয়।

সূত্র: বিবিসি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়