X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

২০২১ সাল নাগাদ বিপিও খাতে ১ লাখ কর্মসংস্থান

টেক ডেস্ক
৩১ মে ২০১৮, ১৬:৫৭আপডেট : ৩১ মে ২০১৮, ১৬:৫৭

পোস্ট বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠান চলতি বছরের এপ্রিলে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয় বিপিও সামিট বাংলাদেশ-২০১৮। এরই ধারাবাহিকতায় বুধবার যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত হলো পোস্ট বিপিও সামিট। সামিটে ২০২১ সাল নাগাদ এই খাতে এক লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সামিটে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। তিনি বলেন, আমাদের প্রযুক্তি খাতে এগিয়ে যেতে হবে। এজন্য সরকার বিভিন্ন পদক্ষপে গ্রহণ করেছে। তরুণদেরকে প্রযুক্তিতে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক এ কে এম খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সভাপতি ওয়াহিদ শরীফ-সহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ বিপিও খাতে ৩০০ মিলিয়ন ডলার আয় করছে। প্রায় ৪০ হাজার তরুণ-তরুণী এখন এই সেক্টরে কাজ করছে। এই ধারা অব্যাহত রাখতে পারলে ২০২১ সাল নাগাদ
এই খাতে এক লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও এই আয়োজনে ছিল সম্ভাবনাময় কর্মক্ষেত্রের নতুন দিগন্ত: বিপিও শীর্ষক সেমিনার। এতে বক্তব্য রাখেন বাক্যর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, যুগ্ম সম্পাদক আমিনুল হক। সেমিনার মডারেট করেন আমরা টেকনোলজিসের কৌশলগত কর্মকর্তা সোলায়মান সুখন। এছাড়া বিপিও সেক্টর সম্প্রসারণে কৌশল নির্ধারণ ও করণীয় বিষয়ক গোলটেবিলে স্থানীয় শিক্ষাবিদ, আইসিটি পেশাজীবী ও ব্যবসায়ীরা অংশ নেন।  

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ