X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দুই তরুণের উদ্যোক্তা হওয়ার গল্প

রুশো রহমান
১৭ অক্টোবর ২০১৮, ১৯:০৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৯:০৮

দুই তরুণ উদ্যোক্তা এখন যেমন খুব সহজে ডোমেইন কিংবা হোস্টিং কিনে নেওয়া যায়, ৮-১০ বছর আগে তা এতোটা সহজ ছিল না। ডোমেইন হোস্টিং সেবাদাতা দেশীয় প্রতিষ্ঠান তেমন একটা না থাকায় বিদেশি কোম্পানিগুলোর দ্বারস্থ হতে হতো। ভ্রমণ বিষয়ক একটি ওয়েবসাইট তৈরি করতে গিয়ে এমনই এক পরিস্থিতিতে পড়তে হয়েছিল মাছুমুল হক নামের এক তরুণকে। নিজের কোনও ক্রেডিট বা ডেবিট কার্ড না থাকায় বিদেশে থাকা একজন পরিচিত ব্যক্তির সাহায্য নিতে হলো তাকে। পরবর্তীতে তিনি দেখলেন পরিচিত অনেকেই তাঁকে ডোমেইন ও হোস্টিং কিনে দেওয়ার অনুরোধ করছেন। একসময় সংখ্যাটা এতো বেশি হলো যে তিনি নিজেই ‘স্কাইহোস্ট বিডি’ নামের ডোমেইন-হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান চালু করেন।
ছালেহ আহমদ নামের অপর এক তরুণের শুরুর গল্পটাও অনেকটা একই রকম। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার ইচ্ছা থাকলেও সুযোগ না পেয়ে ভর্তি হলেন সমাজবিজ্ঞানে। কিন্তু হাল ছাড়লেন না। বিভিন্ন ওয়েবসাইট থেকে শিখতে থাকলেন ওয়েবসাইট তৈরির নানা কৌশল। নিজের একটি ওয়েবসাইটও দাঁড় করালেন তিনি যা দেখে অনেকেই তাঁকে অনুরোধ করতেন ওয়েবসাইট তৈরি করে দেওয়ার জন্য।
২০০৯ সালের শেষ দিকে দেশের বাইরে থেকে একটি ওয়েবসাইট তৈরি করে দেওয়ার কাজ পান ছালেহ। এরপর চালু করেন নিজের ডোমেইন হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘অবসর ডট কম’। তবে প্রথমদিকে এ বিষয়ে খুব বেশি ধারণা না থাকার কারণে তাঁকে ধাক্কাও খেতে হয়েছিল। এখান থেকে শিক্ষা নিয়ে নতুন করে আবার শুরু করেন ছালেহ।
অনলাইনে পরিচয়ের সুবাদে বন্ধুত্ব গড়ে উঠে মাছুমুল হক এবং ছালেহ আহমেদের মাঝে। তখন তারা চিন্তা করলেন আলাদা আলাদা ব্যবসা করার চেয়ে দুজন যদি এক সঙ্গে কাজ করেন তাহলে তাদের স্বপ্ন আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। এমন ভাবনা থেকেই ২০১২ সালে দুই প্রতিষ্ঠানকে একীভূত করে তারা চালু করেন ‘হোস্ট পেয়ার’।

২০১৭ সালের শুরুর দিকে ট্রেডমার্ক জটিলতার কারণে হোস্টপেয়ারের নাম পরিবর্তন করে রাখা হয় ‘এক্সনহোস্ট’ (www.exonhost.com)। বর্তমানে এ নামেই সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ক্লাউড লিনাক্স, সি-প্যানেল, লাইটস্পিড, ক্লাউডফ্লেয়ার, সফটাকিউলাসসহ বিশ্বের নামকরা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপ রয়েছে এক্সনহোস্টের। দেশ-বিদেশ মিলিয়ে গ্রাহক আছে ৫ হাজারের বেশি।

নবীন উদ্যোক্তাদের জন্য তারা বলেন, যেকোনও ব্যবসাতেই ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে। এছাড়া সফল হওয়ার জন্য লাগবে প্রচণ্ড ইচ্ছাশক্তি। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী