X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১
অ্যান্টি-ভাইরাসের মার্কেট সাইজ ‘অজানা’

বাজার দাপাচ্ছে ক্যাস্পারস্কি, রফতানি হচ্ছে রিভ

হিটলার এ. হালিম
২৭ জুলাই ২০১৯, ০১:৫০আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১২:২৭

বাজার দাপাচ্ছে ক্যাস্পারস্কি, রফতানি হচ্ছে রিভ তথ্যপ্রযুক্তি বিষয়ক নিরাপত্তা পণ্য অ্যান্টি-ভাইরাসের ওপর নেই কোনও গবেষণা, জরিপ। জানা নেই এর মার্কেট সাইজ বা বাজার আকার। কম্পিউটারের অপরিহার্য অনুষঙ্গ এই অ্যান্টি-ভাইরাস দীর্ঘদিন ধরে ব্যবহার হলেও ব্যবসায়ী, বিক্রেতা বা কম্পিউটার হার্ডওয়্যার পণ্যের বিক্রেতাদের সংগঠন কারও কাছেই এসব তথ্য নেই। তবে সবাই একবাক্যে বলছেন, বর্তমানে অ্যান্টি-ভাইরাস বাজারের অর্ধেকের বেশি দখল করে আছে ক্যাস্পারস্কি আর দেশীয় অ্যান্টি-ভাইরাস রিভ রফতানি হচ্ছে বিশ্বের ১২টি দেশে।
দেশে বর্তমানে ক্যাস্পারস্কি, বিট ডিফেন্ডার, ই-সেট, ই-স্ক্যান, পান্ডা, সিমেন্টেক, ট্রেন্ড মাইক্রো ও ম্যাকআফি অ্যান্টি-ভাইরাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে নরটন, অ্যাভাস্ট, অ্যাভিরা, সিকিওর, বুলগার্ড, এভিজি, ভাইপার ইত্যাদি নামের আরও অ্যান্টি-ভাইরাস বাজারে ছিল, তবে এখন পাওয়া যায় না। অনেক অ্যান্টি-ভাইরাস উৎপাদক প্রতিষ্ঠান এগুলো দেশের বাজার থেকে পরিবেশক তুলে নিয়েছে। তবে বাজার সূত্রে জানা গেছে, বাজার ‘ডোমিনেট’ করছে ক্যাস্পারস্কি। বর্তমানে অ্যান্টি-ভাইরাসের প্রায় ৭০ ভাগ বাজারের দখল ক্যাস্পারস্কির।
দেশে ক্যাস্পারস্কির একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের হেড অব সফটওয়্যার বিজনেস মিরসাদ হোসেন ভাইরাস কিলিংয়ে ক্যাস্পারস্কির সফলতার হার ৯৯ দশমিক ৯৫ শতাংশ বলে দাবি করে বলেন, ‘প্রতি মাসে এর বিক্রি ৩৪ থেকে ৩৮ হাজার ইউনিট।’
তিনি জানান, বর্তমানে ক্যাস্পারস্কি অ্যান্টি-ভাইরাস বাজারের প্রায় ৭০ ভাগ দখল করে আছে। এটা সম্ভব হয়েছে ক্যাস্পারস্কির ওপর ক্রেতাদের আস্থা ও বিশ্বাসের ফলে।
জানা গেছে, অ্যান্টি-ভাইরাস পণ্যের খুচরা বাজার বেশ চ্যালেঞ্জিং। এই মার্কেটের ক্রেতারা সবাই এখনও সচেতন নয়। ফলে ল্যাপটপ বা কম্পিউটার কেনার সময় ক্রেতাদের বোঝাতে হয় অ্যান্টি-ভাইরাস সম্পর্কে। এর জন্য পৃথক বাজেট না থাকায় এ ধরনের সমস্যা তৈরি হয়। অন্যদিকে ডিলারদের হাতে থাকে মূল ক্ষমতা। ডিলাররা যখন যে পণ্য মার্কেটে বেশি পুশ করে তখন সেই অ্যান্টি-ভাইরাস বেশি চলে।
এই বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ক্রেতাদের এখন ‘পুশ’ করে পণ্য গছিয়ে দেন বিক্রেতারা। ক্রেতারা ‘পুল’ করেন কম। এজন্য অ্যান্টি-ভাইরাসগুলোর বাজার অবস্থান বোঝাটা বেশ কঠিন বলে অভিমত সংশ্লিষ্টদের।

তবে বাজারে অ্যান্টি-ভাইরাসের স্বচ্ছ অবস্থান হলো প্রাতিষ্ঠানিক তথা করপোরেট পর্যায়ে। পণ্য উপস্থানা, শোকেসিং করিয়ে তবেই ক্রেতাদের হাতে তুলে দেওয়া যায় অ্যান্টি-ভাইরাস। এ ক্ষেত্রেও মূল সমস্যা হলো বাজেট। প্রাতিষ্ঠানিকভাবেও অ্যান্টি-ভাইরাস ক্রয়ের জন্যও বাজেট রাখা হয় না। ফলে ব্যক্তির পাশাপাশি প্রাতিষ্ঠানিক পর্যায়ও ভাইরাসজনিত নিরাপত্তা ঝুঁকি থেকেই যায়।
এ বিষয়ে জানতে চাইলে দেশে কম্পিউটার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সামিতির (বিসিএস) সভাপতি মো.শাহিদ উল মুনির বলেন, ‘আমি সাধুবাদ জানাই রিভকে। দেশীয় একটি প্রতিষ্ঠান অ্যান্টি-ভাইরাস তৈরি করে দেশের চাহিদা মেটাচ্ছে, রফতানিও করছে। বিশ্ব জানছে এটা বাংলাদেশের পণ্য। এই পণ্যকে আমাদের উচিত (বিক্রেতাদের) প্রমোট করা। তাহলে এই পণ্য দেশের জন্য আরও সুনাম বয়ে আনবে।’
এক প্রশ্নের জবাবে বিসিএস সভাপতি বলেন, ‘আমাদের কোনও সার্ভে (জরিপ বা গবেষণা) নেই। ফলে আমরা জানি না দেশে অ্যান্টি-ভাইরাসের বাজার আকার কত বড়। এতোদিন ধরে একটি পণ্য দেশের বাজার মাতাচ্ছে, ব্যবহারকারীদের নিরাপত্তা দিচ্ছে, বিদেশে রফতানি হচ্ছে তার মার্কেট সাইজটা জানতে না পারাটা দুঃখজনক।’ তিনি এই ব্যাপারে উদ্যোগ নেবেন বলে জানান।
তিনি বলেন, ‘এটা জানাটা জরুরি। তাহলে নতুন বিনিয়োগকারী বা দেশীয় উদ্যোক্তারা অ্যান্টি-ভাইরাসের বিষয়ে উৎসাহী হবে। এগিয়ে আসবে।’
রিভ অ্যান্টিভাইরাস সরাসরি রফতানি হচ্ছে বিশ্বের ১২টি দেশে। তবে ব্যবহার হয় এমন দেশের সংখ্যা ৫০টি বলে জানা গেছে। শুরুর দিকে বাংলাদেশে ভালো করলেও বর্তমানে ভারতের বাজারে বেশ ভালো অবস্থানে রয়েছে রিভ অ্যান্টি-ভাইরাস।
ভাইরাস কিলিংয়ে রিভের সফলতার হার বিশ্বমানের (৯৬-৯৯ ভাগ) মধ্যেই রয়েছে বলে দাবি করেন রিভ গ্রুপের সাইবার সিকিউরিটি পণ্যের উপ-মহাব্যবস্থাপক (বিপণন) ইবনুল করিম রূপেন। তিনি বলেন, ‘কোনও অ্যান্টি-ভাইরাসই শতভাগ সফলতা দিতে পারে না। প্রতিদিনই লাখ লাখ ভাইরাস তৈরি হচ্ছে। ফলে সফলতার হার ‘ভ্যারি’ করে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস