X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হবে: পলক

রাসেল হাওলাদার
১৯ নভেম্বর ২০১৯, ১৯:৪৩আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৫:২৩

বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমদে পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমরা চাই তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে, সফল উদ্যোক্তা হবে। তিনি বলেন, বতর্মান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আমাদের সরকার এ পর্যন্ত আইসিটি খাতে ১০ লাখ লোকের কর্মসংস্থান করেছে। একইসঙ্গে আগামী চার বছরে নতুন করে এ খাতে আরও ১০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে। এ লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

প্রতিমন্ত্রী মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত বাংলাদেশ ইউনিভার্সিটির তরুণ উদ্যোক্তা-পৃষ্ঠপোষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, একজন উদ্যোক্তা সফল হলে বহু কর্মসংস্থান সৃষ্টি হবে। সেজন্য সরকার প্রযুক্তিনির্ভর তরুণ উদ্যোক্তা তৈরিতে সহায়তা দেবে। পলক বলেন, ২০২১ সালের মধ্যে এক হাজার স্টার্টআপ তৈরিতে সরকার সহায়তা করবে। সফল উদ্যোক্তারাই গড়বে ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশ ইউনিভার্সিটির এ উদ্যোগকে তিনি স্বাগত জানান।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ দেশকে উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সহায়তা করবে। বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান কাজী জামিল আজহারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএস মার্কেট একসেসের প্রধান নির্বাহী ক্রিস বারি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টার্টআপ এক্সিলারেটর বাংলাদেশ ইউনিভার্সিটির উপদেষ্টা টিনা জাবিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার, বিজিএমইএ সভাপতি রুবানা হক, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার প্রমুখ।

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!