X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

শহর ও গ্রামের পার্থক্য কমাবে তথ্যপ্রযুক্তি: পলক

মাহবুবুর রহমান
১১ ডিসেম্বর ২০১৫, ১৫:১৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১২:০০

BPO Closing2সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আয়োজিত বিপিও সামিট ২০১৫ শেষ হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার সোনারগাঁও হোটেলে সিএক্সও নাইট আয়োজনের মধ্য দিয়ে দু’দিনব্যাপী এ সামিট শেষ হয়। সিএক্সও নাইটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন, স্বপ্ন দেখি এ দেশে সাফল্যের স্বর্ণ শিখরে অবশ্যই পৌঁছবে। এ দেশের তরুণরা তাতে অগ্রণী ভূমিকা রাখবে। প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশের সম্ভাবনার প্রথম খাত হলো ক্রিকেট আর দ্বিতীয়টি হলো আইসিটি সেক্টর।

অনুষ্ঠানে জানানো হয় ৬টি প্রতিষ্ঠান বিপিও সামিটে ২৩৫ মেধাবীকে চাকরি দিয়েছে। ৭৯ জন দেশি এবং ৯ জন আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তিবিদের অংশ নেওয়া এ সামিটে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হয় এবং ১০ হাজারের বেশি প্রযুক্তিপ্রেমী এসব সেমিনারে অংশ নেন।

সিএক্সও নাইটে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, শহর ও গ্রামের পাথর্ক্য কমাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এ সেক্টরের মুল চালিকাশক্তিই হলো বিদ্যুৎ। যার পরিমাণ বাংলাদেশে অভাবনীয় হারে বেড়েছে বলে জানান তিনি। আগামী ৬ বছরে বিপিও খাতে নতুন দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং ২০২১ সালের মধ্যে এ খাতেই ন্যূনতম ১ বিলিয়ন ডলার আয়ে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় সমাপনী অনুষ্ঠানে। সিএক্সও নাইটে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার ও বাক্য -এর সভাপতি আহমেদুল হক।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
আমতলী-তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
আমতলী-তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন