X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে ডিজিটাল কমার্স: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ০২:০০আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০২:০০

অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত অনুষ্ঠানে মোস্তাফা জব্বার ই-ক্যাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হলো অনলাইনে। বুধবার (১১ নভেম্বর) রাতে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ডিজিটাল-কমার্সের আজকের বাস্তবতার কার্যকারিতার মাধ্যমে প্রমাণিত হয়েছে। মানুষের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে ডিজিটাল-কমার্স। ভবিষ্যতে অর্থনীতির মূল চালিকা শক্তি হবে ডিজিটাল কমার্স। 

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম পর্বের অনুষ্ঠানে ই-ক্যাবের (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) ১ হাজার ৩৮০ সদস্যের মধ্যে যারা স্বাস্থ্য নিরাপত্তার কারণে সরাসরি যোগ দিতে পারেননি তাদের জন্য অনলাইনে এ আয়োজন করা হয়।

ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, করোনাকালে সরকার ও বিভিন্ন মন্ত্রণলায় যেভাবে সহযোগিতা করেছে তা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি করোনাকালে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ই-ক্যাবের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ই-ক্যাবের ইসি মেম্বার, সদস্যসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ই-ক্যাবের সহ-সভাপতি সাহাব উদ্দীন শিপন, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু, কার্যনির্বাহী পরিষদ সদস্য আশীষ চক্রবর্তী, আসিফ আহনাফ, জিয়া আশরাফ ও সাইদ রহমান বক্তব্য রাখেন।

ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, করোনার ৮ মাসে ই-কমার্স সেক্টরে লেনদেন হয়েছে ৩ হাজার কোটি টাকা, বর্তমানে প্রায় ১ লাখ ডেলিভারি হচ্ছে প্রতিদিন, ৫০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত ৫ হাজার তরুণকে উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ১৬ হাজার কোটি টাকার সার্বিক ডিজিটাল লেনদেনের মাধ্যমে ৬০ লাখ মানুষকে সেবা দিয়েছে ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলো।

ই-ক্যাবের পক্ষ থেকে করোনাকালে সরকারের অনুমতি নিয়ে দেশব্যাপী নিত্যপণ্য সেবা দেওয়া, লকডাউন এলাকায় নিত্যপণ্য সেবাদান, ডিজিটাল গরুর হাটের মাধ্যমে কুরবানির গরু বিক্রি ও মাংস প্রসেসিং করে বাসায় পৌঁছে দেওয়া, আমমেলার মাধ্যমে আম চাষিদের বিষমুক্ত আম শহরের ক্রেতাদের হাতে তুলে দেওয়া, অনলাইনে টিসিবির পেয়াজ বিক্রি কার্যক্রম, মানবসেবা কার্যক্রম, মেধাবিকাশের ডিজিটাল কার্যক্রম ই-জিনিয়াস কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত ই-ক্যাবের ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানে করোনাকালীন সেবার জন্য ১২ বিশিষ্ট ব্যক্তি ১০০ প্রতিষ্ঠান ও ৩৫ জন স্বেচ্চাসেবককে ই-কমার্স মুভারর্স অ্যাওয়ার্ড (ইকমা) দেওয়া হয়। 

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার