X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

উইন্ডোজ সেভেন’র ব্যবহারকারী এখনও ১০ কোটি

দায়িদ হাসান মিলন
০১ জানুয়ারি ২০২১, ২০:৪২আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২০:৪৫

উইন্ডোজ সেভেন

উইন্ডোজ সেভেনের আপডেট দেওয়া বন্ধ হয়েছে প্রায় এক বছর হলো।  তারপরও অনেক ব্যবহারকারী নতুন অপারেটিং সিস্টেম গ্রহণ করেননি।  বিভিন্ন হিসাব বলছে, এখনও অন্তত ১০ কোটি কম্পিউটারে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেক রাডারের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ১৪ জানুয়ারি উইন্ডোজ সেভেননের সিকিউরিটি আপডেট সরবরাহ বন্ধ করে দেয় মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপের পরপরই ব্যবহারকারীরা নতুন অপারেটিং সিস্টেমের ব্যাপারে আগ্রহী হন।

তবে এখনও অনেক ব্যবহারকারী উইন্ডোজ সেভেন ব্যবহার করছেন। এ প্রসঙ্গে উইন্ডোজবিষয়ক লেখক এড বট বলেন, ‘গত ১২ মাসে উইন্ডোজ সেভেন ব্যবহারকারীর সংখ্যা অনেক কমেছে।  তারপরও এখনও পর্যন্ত অন্তত ১০ কোটি কম্পিউটারে এটি চলছে।’  বটের ধারণা, উইন্ডোজ সেভেন ব্যবহারকারীর সংখ্যা আরও বেশিও হতে পারে।

গত বছর বেশ কয়েকজন বিশ্লেষকের সঙ্গে উইন্ডোজ সেভেনের ব্যবহার নিয়ে আলোচনা করেন বট।  বিশ্লেষকদের সঙ্গে করা সেসব আলোচনা থেকে তিনি সিদ্ধান্তে আসেন যে, উইন্ডোজ সেভেনের সিরিউরিটি আপডেট সরবরাহ বন্ধ করা হলেও বিশ্বজুড়ে ২০ কোটি কম্পিউটারে অপারেটিং সিস্টেমের এই ভার্সনটি ব্যবহৃত হতে পারে।

২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বট দেখান, উইন্ডোজ সেভেন ব্যবহৃত হয়, এমন কম্পিউটারের সংখ্যা ১৮ দশমিক ৯ শতাংশ থেকে ৮ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। উইন্ডোজ অপারেটিং নিয়ে কাজ করে এমন অন্য কয়েকটি প্রতিষ্ঠানের হিসাবও প্রায় কাছাকাছি।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!