স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুরু হয়েছে ‘ওয়ালটন ল্যাপটপ বিজয় উল্লাস’ শীর্ষক ক্যাম্পেইন। এর আওতায় ওয়ালটনের যেকোনও শোরুম কিংবা অনলাইন থেকে ল্যাপটপ, ডেস্কটপ ও কম্পিউটার সামগ্রী কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় পাচ্ছেন গ্রাহকরা। বিজয়ের মাস জুড়ে এই সুবিধা উপভোগ করা যাবে।
ঢাকায় ওয়ালটনের করপোরেট অফিসে এক অনুষ্ঠানে ক্যাম্পেইনটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার হুসেইন ফকরুদ্দিন ও মাইক্রোসফটের প্রতিনিধি কেনেডি গোহ।
এক বিজ্ঞপ্তিতে এসব তথ্যের পাশাপাশি জানা যায়, নগদ মূল্যে ক্রয়ের ক্ষেত্রে পণ্য ও মডেলভেদে সর্বনিম্ন ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা।